প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আজ সাংবাদিক শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলমের ১ম মৃত্যুবার্ষিকী
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার ও মেধাবী সাংবাদিক হিসেবে পরিচিত শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের আজ ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
|আরো খবর
উল্লেখ্য, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলম ১৯৬৮ সালের ১০ মে চাঁদপুর শহরের তালতলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম শাহ মোহাম্মদ হাছান (বাচ্চু মিয়া)। শাহ মোহাম্মদ মাকসুদ ছাত্র অবস্থাতেই সাংবাদিকতা শুরু করেন। একসময় তিনি এটাকেই একমাত্র পেশা হিসেবে বেছে নেন। ১৯৯১ সালে তিনি দৈনিক সংবাদে নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি এ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেন।
তিনি ৮ বছর একুশে টেলিভিশনের চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যমুনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া স্থানীয় পর্যায়ে ২০০১ সালে তাঁর সম্পাদনায় প্রথম 'দৈনিক চাঁদপুর প্রবাহ' পত্রিকা প্রকাশিত হয়। এরপর তিনি 'দৈনিক আমার চাঁদপুর' পত্রিকা প্রকাশ করে প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি প্রেসক্লাবের নীতিনির্ধারণীরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারি ও বেসরকারিভাবে ভারত ও মিয়ানমার সফর করেছেন তিনি। একজন প্রতিভাবান সাংবাদিক, ভালো উপস্থাপক ও সুবক্তা হিসেবেও তাঁর স্বীকৃতি ছিলো। ১৯৮৩ সালে ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতায় প্রথম হয়ে তৎকালীন কুমিল্লা জেলা প্রশাসনের দেয়া সংবর্ধনা ও স্বর্ণপদক লাভ করেন। ছোট গল্প একাংকিকা লিখেও তিনি সরকারিভাবে বহু পুরস্কার লাভ করেন। তাঁর অসংখ্য লেখা বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি একুশে টেলিভিশনের বেশ কয়েকটি টক-শোতে অংশ নিয়েছেন। দেশ ও বিদেশের বহু খ্যাতিমান সাংবাদিক, লেখক, কবি, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের তিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন।
বাদ জোহর চাঁদপুর প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ জোহর (দুপুর ২টা) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যসহ চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।