শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার

-------------------------নূরুল ইসলাম নাজিম দেওয়ান

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা পরিষদের হলরুমে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি রক্ষা করে ৩৮৬ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। মোট পাঁচশ’ জনকে দেয়ার ব্যবস্থা থাকলেও তালিকাভুক্ত অন্যরা গতকাল না আসায় আজকে তাদেরকে দেয়া হবে।

এই খাদ্য সহায়তা প্রদানের পূর্বে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ দেড় বছরেরও অধিক সময় ধরে চলছে মহামারী করোনা। এর প্রভাব সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে কমবেশি পড়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য নেতৃত্বে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন দীর্ঘমেয়াদী ও অনির্দিষ্টকালের দুর্যোগ কীভাবে মোকাবেলা করতে হয়। তিনি যে অঙ্গীকার জনগণকে দিয়েছেন, তা তিনি শতভাগ রক্ষা করে চলেছেন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম অঙ্গীকার। তিনি বলেছিলেন, কোনো মানুষ যেনো খাদ্য সংকটে না পড়ে। খাদ্য ও বাসস্থান শতভাগ নিশ্চিত করাটা আওয়ামী লীগের প্রধানতম অঙ্গীকার ছিলো। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন জিআর হতে ৩৮৬ (তিনশত ছিয়াশি) জনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি অসহায় দুঃস্থ ও কর্মহীনদের মাঝে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়