প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
রোটারী ক্লাব অব মতলবের অফিসিয়াল ক্লাব পরিদর্শনকালে ডিস্ট্রিক্ট গভর্নর রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী
মানবসেবার মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যেতে হবে
রোটারী ক্লাব অব মতলব সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্লাবটি করোনাকালে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গরিব ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে জেনে আমি আনন্দিত। মানবসেবার মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। রোটারী ক্লাব অব মতলবের সাংগঠনিক কার্যক্রমে আমি অত্যন্ত আনন্দিত। এ ক্লাবের সবকিছুতেই স্বচ্ছতা ফুটে উঠেছে। করোনাকালে ক্লাবটি মতলবে অনেক সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনগুলোতে এভাবেই ক্লাবটি আরো বেশি সেবামূলক কাজে ভূমিকা রাখবে বলে আমার বিশ^াস।
|আরো খবর
২১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় রোটারী ক্লাব অব মতলবের অফিসিয়াল ক্লাব পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর-৩২৮২ রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সভাপ্রধানে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি মুনমুন আফরোজ, রোটারী ক্লাব অব মতলবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ একেএম মাহবুবুর রহমান, চার্টার সেক্রেটারী রোটাঃ মোফাজ্জল হোসেন, রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ-এর রোটাঃ আব্দুস সালাম আহমেদ, ফাস্ট প্রেসিডেন্ট রোটাঃ আফরোজা খাতুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, সার্জেন্ট অ্যাট আর্মস্ রোটাঃ উত্তম কুমার ঘোষ, ইয়ং সার্ভিস রোটাঃ ডাঃ মহিবুর রহমান সাহাদাত, বুলেটিন এডিটর এমএ আজিজ বাবুল, কমিউনিটি সার্ভিস রোটাঃ মোঃ আজিজুল হক, মেম্বার রোটাঃ কামাল হোসেন, মেম্বার রোটাঃ সজল কুমার ঘোষ, রোটাঃ আনিছুর রহমান শাহীন ও রোটাঃ সাইফুল ইসলাম মোহন।
বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ ইমন সরকার, ভাইস প্রেসিডেন্ট মোঃ ইসমাইল, সেক্রেটারী তানভির হোসেন, কমিউনিটি সার্ভিস এডিটর মহিন উদ্দিন, প্রফেসনাল সার্ভিস এডিটর শাখাওয়াত বাবু, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মোঃ নাহিম নিরব প্রমুখ।
রোটারীর প্রত্যয় পাঠ করেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির। পরে গভর্নরকে ক্রেস্ট প্রদান করা হয় এবং চারজন নতুন সদস্যকে রোটারী পিন পরিয়ে দেন গভর্নর রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী। সার্বিক সহযোগিতা করেন ক্লাবের ডিরেক্টর পাবলিক রিলেশন রোটাঃ ফারহানা আক্তার রুমা। এছাড়া জোনের ঊর্ধ্বতন অফিসিয়াল ও বিভিন্ন ক্লাবের রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসিয়াল ভিজিটে এ প্রথমেই গভর্নর ও ফার্স্ট লেডিকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।