রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০

রোটারী গভর্নরের ফরিদগঞ্জ রোটারী ক্লাব পরিদর্শন
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ রোটারী ক্লাব ভিজিট করেছেন রোটারী জেলা গভর্নর (৩২৮২) রোটাঃ ইঞ্জিঃ মতিউর রহমান। ৭ অক্টোবর শনিবার সকালে পরিদর্শন উপলক্ষে গাছের চারা রোপণ ও ফলদ গাছের চারা বিতরণ করেন তিনি। পরে ফরিদগঞ্জ রোটারী ক্লাবের অ্যাসেম্বলিতে যোগদান করেন। ফরিদগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট কামরুল হাসান সউদের সভাপতিত্বে ও সেক্রেটারী অ্যাডঃ মাহবুব আলমের পরিচালনায় এ সময় ফার্স্টলেডি রোটাঃ সামিনা ইসলাম, ফরিদগঞ্জ রোটারী ক্লাবের উপদেষ্টা রোটাঃ সাবেক অ্যাসিসটেন্ট গভর্নর পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম, এসিসটেন্ট গভর্নর শায়েদুল হক মোর্শেদ, রোটাঃ পিপি ও ক্লাব ট্রেইনার তমাল কুমার ঘোষ, রোটাঃ পিপি জাকির হোসেন, রোটাঃ পিটি খোরশেদ আলম কাঞ্চন, রোটাঃ পিপি নাছির উদ্দিন, রোটাঃ পিপি মুছা মিয়া, রোটাঃ মহসীন পাঠান উপস্থিত ছিলেন। অতিথি পর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল দেবনাথ, পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌঃ কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফরিদগঞ্জ রোটারি ক্লাবের সকল পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।

ক্লাব পরিদর্শনকালে রোটারী গভর্নর রোটাঃ ইঞ্জিঃ মতিউর রহমান বলেন, আর্তমানবতার সেবার জন্য রোটারী প্রতিষ্ঠা। মানুষের পাশে দাঁড়ানোর মতো ভালো কাজ আর নেই। আমরা যারা রোটারী করি তারা প্রতিবছর ভিশন নিয়ে মাঠে নামি। প্রতিটি ভিশনই মানুষের জন্য। এবছর আমরা ৭টি লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছি। আমার নিয়ন্ত্রণে থাকা প্রতিটি ক্লাব ভিজিট করছি। আমার প্রথম লক্ষ্য অন্তত দুইশত গৃহহীন মানুষকে টেকসই ঘর করে দেয়া। সেই লক্ষ্যে আমরা অনেকখানি এগিয়ে গেছি। ফরিদগঞ্জ রোটারী ক্লাবও আমাদের কথা দিয়েছে তারা একটি ঘরে করে দিবে ফরিদগঞ্জে। এছাড়া আরো অনেক কাজ রয়েছে, যেগুলো করলে মানুষের উপকার হবে। আজ আমরা বৃক্ষ রোপণ ও বিতরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধে কাজ শুরু করলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়