বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:১৩

ফেরদৌসীর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাহবুব আলম লাভলু।।
ফেরদৌসীর খুনিদের  বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মতলব উত্তরে ফেরদৌসী আক্তারের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

মতলব উত্তরে গৃহবধূ ফেরদৌসী আক্তারের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি বাজার চৌরাস্তায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ফেরদৌসী আক্তারের বড়ো বোন মনোয়ারা বেগম, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান সৌরভ, ফারুক বাগ, সাইফুল বাগ, দিপু, মোশাররফ হোসেন, তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজী। বক্তারা বলেন, গৃহবধূ ফেরদৌসী আক্তারের সকল খুনিকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী ২৪ ঘন্টার ভিতর বাকি আসামীদের ধরতে হবে। আর না ধরতে পারলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো। তারা আরো বলেন, ঘাতক স্বামী ইয়াসিন বাগ পরকীয়া করতো। স্ত্রী ফেরদৌসী আক্তার এসব দেখে বাধা দেয়ায় ঘাতক স্বামী রাতের আঁধারে গ্যাসের চুলায় আগুন দিয়ে সেখানে চাপা দিয়ে ও মুখে গরম পানি দিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে আসে। ঘাতক স্বামী ইয়াসিন বাগ আটক হলেও হত্যার সাথে জড়িত অন্য আসামীদের এখনো আটক করা হয়নি। তাদের দ্রুত আটক করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে উপজেলার গাজীপুর গ্রামের শাহ আলম বাগের ছেলে ইয়াসিন বাগ তার স্ত্রী নবুরকান্দি গ্রামের মৃত আবদুল আউয়াল মৃধার মেয়ে ফেরদৌসী আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যা করে ।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, ফেরদৌসী আক্তারের খুনি স্বামী ইয়াসিন বাগকে আটক করেছি। বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়