শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০

আজ চাঁদপুর আসছেন রোটারী গভর্নর রুহেলা খান চৌধুরী

আজ চাঁদপুর আসছেন রোটারী গভর্নর রুহেলা খান চৌধুরী
প্রেস বিজ্ঞপ্তি ॥

রোটারী জেলা-৩২৮২-এর ২০২২-২৩ রোটারী বর্ষের গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) ৩ দিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ বিকেলে হাজীগঞ্জ রোটারী ক্লাব পরিদর্শন করবেন। এ সময় তিনি ক্লাবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ক্লাব অ্যাসেম্বলি, এক্সক্লুসিভ মিটিং ও সমাবেশে বক্তব্য রাখবেন। রাতে চাঁদপুর শহরের গ্রান্ড হিলসা হোটেলে রাত্রিযাপন করবেন।

এছাড়া আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) সকালে রোটারী গভর্নর চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাব ও বিকেলে চাঁদপুর রোটারী ক্লাব এবং পরদিন শনিবার (৮ অক্টোবর) চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব ও মতলব রোটারী ক্লাব পরিদর্শন করবেন।

গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরীর সাথে রোটারী জেলার কর্মকর্তাবৃন্দ ছাড়াও তার স্বামী ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটারিয়ান মোঃ জিয়াউদ্দিন চৌধুরী এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ৭ অক্টোবর গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) রোটাঃ ইঞ্জিঃ মতিউর রহমানও চাঁদপুর আসছেন। এছাড়া জেলায় প্রতিনিধিত্বকারী চাঁদপুরের রোটারিয়ানরাও ঐসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রতি বছরই রোটারী গভর্নররা তাঁর জেলার ক্লাবগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লাবের বিভিন্ন প্রকল্পও পরিদর্শন করেন।

উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর (২০২২-২৩) রোটাঃ রুহেলা খান চৌধুরী চট্টগ্রাম জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবার চুনাতী ডেপুটি বাড়ির সন্তান। তৎকালীন সরকারি কর্মকর্তা মোঃ নাজাবুতউল্লাহ খান ও শাহানা খানের বড় সন্তান রোটাঃ রুহেলা খান চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর রোটাঃ রুহেলা খান চৌধুরীর সাথে বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান মোঃ জিয়াউদ্দিন চৌধুরীর সাথে বিয়ে হয়। রোটারিয়ান মোঃ জিয়াউদ্দিন চৌধুরী চট্টগ্রাম রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট। তাদের ২ মেয়ে ও ১ ছেলে। একমাত্র ছেলে মোহাইমিন চৌধুরী আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে কানাডায় বসবাস করছেন। বড় মেয়ে উজমা শুকরানা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ছোট মেয়ে আনিকা ফারজিন চট্টগ্রামস্থ ইন্টারন্যাশনাল এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেন-এর একাডেমিক রেজিস্ট্রি প্রধান হিসেবে কর্মরত।

বিশিষ্ট নারী উদ্যোক্তা ও শিল্পপতি রোটাঃ রুহেলা খান চৌধুরী চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে জড়িত।

ডিস্ট্রিক্ট গভর্নর রোটাঃ রুহেলা খান চৌধুরী ২০০১ সালে চট্টগ্রাম ইস্ট রোটারী ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে ২০১৪-১৫ সালে চট্টগ্রাম রিভার সাইন রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রোটাঃ রুহেলা খান চৌধুরী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০ ও ৩২৮২-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০৭-০৮ সালে সেরা সভাপতি নির্বাচিত হওয়ায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০-এর তৎকালীন গভর্নর মরহুম রোটাঃ রফিক সিদ্দিকী প্রথম নারী সভাপতি হিসেবে রোটাঃ রুহেলা খান চৌধুরীকে স্বর্ণপদক প্রদান করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম রিভার সাইন রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ রুহেলা খান চৌধুরী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২২-২৩ রোটাবর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন। ২০২০ সালের ৪ জানুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট কনফারেন্সে অনুষ্ঠিত নির্বাচনে রোটাঃ রুহেলা খান চৌধুরী বিজয়ী হন। তিনি গত ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত রোটারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়