প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ২১:৩০
হাজীগঞ্জে শিক্ষক নেতা মজিবুর রহমানের দাফন সম্পন্ন
হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড়ো মসজিদে এশার নামাজ শেষে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু সহকর্মী রেখে যান। তিনি হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ আশরাফ সর্দার বাড়ির মৃত আবিদ আলীর কনিষ্ঠ সন্তান।
|আরো খবর
শিক্ষক নেতা মজিবুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হবার আগে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি অবসরে যাওয়ার আগে তিনি উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তাঁর মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা শিক্ষা অফিসার আবু সাইদ চৌধুরী, সহকারী শিক্ষা অফিসারগণসহ উপজেলার সকল প্রাথমিক শিক্ষক শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।