প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি উপেক্ষা করে শনিবার বিকেল ৫টার দিকে চাঁদপুর শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ 'অঙ্গীকারে'র সামনে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হামলায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সামছুল আলম সূর্য, সামছুল আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম জিলানী নেতা-কর্মীদের সহ গাড়ি বহর নিয়ে নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন।
পথিমধ্যে ঘোনাপাড়ায় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও কেন্দ্রীয় নেতাসহ অন্তত ৩৫ নেতা-কর্মী আহত হন।