প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরে পেশাজীবী ফোরামের সিরাত সিম্পোজিয়াম
পেশাজীবী ফোরাম চাঁদপুর শহর শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ‘সিরাত সিম্পোজিয়াম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাসুদ আলম।
পেশাজীবী ফোরাম চাঁদপুর শহর সভাপতি মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সেক্রেটারী মনির হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডঃ মোঃ শাহজাহান খান।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে আমরা যে পরিবেশ পেয়েছি তা আমাদের কাজে লাগাতে হবে। রাসূলের পথে চলার মধ্যেই রয়েছে সফলতা। আর তার বিপরীতে রয়েছে অকল্যাণ এবং ধ্বংস। তিনি আরো বলেন, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন করা যায়। সেজন্যে নেতা-কর্মীদের জ্ঞান অর্জনের আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক ছিলেন ছোহাইল আহমেদ চিশতী। সিরাত সিম্পোজিয়ামে শিক্ষানবিশ আইনজীবী শেখ মোঃ বেলায়েত, মাদ্রাসাতু ইশয়াতুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ আফসার উদ্দিন মিয়াজী, পেশাজীবী সংগঠনের সভাপতি মো. শফিকুর রহমান সেলিম, সফরমালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফিরোজ আল মামুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মোহনা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক জহির মোনাওয়ার।