প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কচুয়ায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে র্যালি ও সমাবেশ
কচুয়ায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে স্থানীয় বিএনপির আয়োজনে র্যালি- উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়ার কৃতী সন্তান অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে (চাঁদপুর-১) কচুয়া আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, টেকসই গণতন্ত্রের জন্যে নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো সংস্কার আবশ্যক। সংস্কার কার্যক্রম শেষ হলে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাবো। তবে সেজন্যে আমার অভিমত, অন্তর্র্বতীকালীন সরকার একটি টাইম ফ্রেম ঘোষণা করলে ভালো হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকে ভালো মনে করবে সেই মনোনয়ন পাবেন।
প্রতিকূল আবহাওয়ার মধ্যে বারৈয়ারা থেকে র্যালিটি বের হয়ে বায়েক, শুয়ারুল হয়ে সাচার বাজারে সমাবেশে মিলিত হয়। এ সময় বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থক মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে করে ঢাকঢোল নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।