শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নেতাকে প্রোটোকল দিতেই এতো কথা!

স্টাফ রিপোর্টার ॥
নেতাকে প্রোটোকল দিতেই এতো কথা!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ যখন ফরিদগঞ্জে আসেন তখন তিনি অনুমতি বা জিজ্ঞাসা না করেই এখানে আসেন কেন? --এ ধরনের নানা কথা বলেন সম্প্রতি দলীয় মনোনয়ন প্রত্যাশী এক নেতা। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও শনিবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে লায়ন হারুনুর রশিদের আলোচনা সভায় এ নিয়ে কথা উঠে। বিভিন্ন বক্তা এ নিয়ে কড়া বক্তব্য প্রদান করেন। তবে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক নেতা হুমায়ুন কবির তার বক্তব্যে এই বিষয় নিয়ে দিলেন নতুন তথ্য। তিনি বলেন, লায়ন হারুন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক। তাই যারা তাকে নিয়ে নানা কথা বলছেন, তার একমাত্র কারণ হলো, আমাদের নেতা হুটহাট করে এলাকায় চলে আসেন। উপজেলা বিএনপির নেতারা তাঁকে প্রোটোকল দিতে পারছেন না। দলের নেতা-কর্মীদের দুঃসময়ে আমাদের নেতা আমাদের আগলে রেখেছেন, তাই তার প্রতি নেতা-কর্মীদের অফুরন্ত ভালোবাসা। তিনি হুটহাট চলে আসলে যথার্থ প্রোটোকল দেয়া যায় না। আর এই দিতে না পারার জন্যেই যতো আফসোস ও খেদোক্তি এবং অনেক কথা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়