শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

টানা বর্ষণে জীবনযাত্রা স্থবির

শাহরাস্তিতে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
শাহরাস্তিতে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা

টানা বর্ষণে শাহরাস্তিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে একাধারে বৃষ্টিপাতের ফলে পানি বৃদ্ধি পেয়েছে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শাহরাস্তি উপজেলার নিম্নাঞ্চল এখনো পানির নিচে। গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো অনেকেই রয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে নতুন করে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবারো দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা করা হচ্ছে। ১৩ সেপ্টেম্বর থেকে শাহরাস্তিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ১৪ সেপ্টেম্বর সূর্যের আলোর দেখা যায়নি। সারাদিন ভারী ও হালকা বৃষ্টি হয়েছে। টানা বর্ষণের ফলে জনগণ ঘরবন্দি হয়ে পড়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিকেলে তিনি দুটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারের খোঁজখবর নেন তিনি। উপজেলার বেশিরভাগ অঞ্চলে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। গবাদি পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছে। বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ দেখা যায়নি। আবারো বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে জনদুর্ভোগ পোহাতে হবে। বিগত কয়েকদিন বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেও আবার নতুন করে শঙ্কা দেখা দিয়েছে মানুষের মাঝে। বেশ কয়েকজন জানান, টানা বর্ষণে ৩ থেকে ৪ ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে চলতে থাকলে দুদিনের মধ্যে আবারও বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়