প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুর শহরের মজা পুকুর ও খালগুলোকে সচল করার উদ্যোগ
চাঁদপুর পৌরসভার প্রশাসক ও জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একরামুল ছিদ্দিকের উদ্যোগে চাঁদপুর শহরের জলাধার সংরক্ষণের লক্ষ্যে ময়লা, আবর্জনা, কচুরিপানা অপসারণ করে মজা পুকুর ও খালগুলোকে সচল করার কাজ শুরু হয়েছে।
পৌর প্রশাসক তাঁর ফেসবুক পেইজে জানান, দয়া করে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না। এই শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। যে কোনো ধরনের ময়লা, আবর্জনা, নালা-নর্দমা সঠিকভাবে পরিষ্কার করা না হলে পৌরসভার কনভারজেন্সী ইন্সপেক্টর (০১৮১৯১৪০২৩৪)কে জানান। প্রতিকার না পেলে আপনার পৌর প্রশাসক (০১৭৩০০৬৭০৫৩)কে জানান। নান্দনিক চাঁদপুর শহর গড়ে তোলার লক্ষ্যে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।