সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২০:২৩

সাংবাদিক কন্যাকে অপ‌হরণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম

সাংবাদিক কন্যাকে অপ‌হরণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম
ছবি : প্রতীকী
শামীম হাসান

ফরিদগঞ্জে সংবাদকর্মী গাজী মমিনের কন্যাকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। অপহরণে ব্যর্থ হয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। সে এ বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ধারালো অস্ত্র দ্বারা তার হাতে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। সে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। রোববার দিবাগত রাত ২টার পর এ ঘটনা ঘটে ফরিদগঞ্জ পৌর এলাকায় গাজী মমিনের নিজ বসতঘরে।

পুলিশ ও ভুক্তভোগী জানিয়েছে, রাত আনুমানিক ২টার পর ঘুমন্ত কন্যা মোহনা আক্তার রেহানা (১৫)কে মাথায় হাত বুলিয়ে জাগিয়ে তোলা হয়। চোখ মেলতেই তার মুখ চেপে ধরে দুর্বৃত্তরা। তারা সংখ্যায় তিনজন যুবক ছিলো বলে কন্যা জানিয়েছে। তাদের একজনের বয়স ২০/২১ বছর ও অন্যদের বয়স ২৭/২৮ বছর হবে। একজন সর্বক্ষণ তার মুখ চেপে ধরেছিল। তারা তাকে পাকা বসতঘরের বাইরে যেতে বলে। রেহানা রাজি না হলে বেশ কিছু সময় তার সঙ্গে ধস্তাধস্তি চলে। এক পর্যায়ে তারা বসতঘরের বাইরে নিয়ে যায়। ওই সময় পাশের বাড়িতে লোকজন দেখা যায়। তাদের মধ্যে থাকা পুলিশ দেখে অপহরণ চেষ্টাকারীদের দুজন আড়ালে চলে যায়। মুখ চেপে ধরে রাখা অপর একজনের হাতে সজোরে কামড় বসিয়ে দিলে ওই ব্যক্তি তাকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। ছাড়া পেয়ে রেহানা ঘরে গিয়ে মাকে ডেকে তোলেন ও ঘটনা জানান। অপর কক্ষে ঘুমিয়ে থাকা বাবা মমিন গাজীকে ডেকে তুললে তিনি ছুটে গিয়ে বাইরে খোঁজাখুঁজি করেন। তিনি কাউকে পাননি। এরপর রাত তিনটা নাগাদ তিনি থানা পুলিশকে জানালে এসআই আমজাদ ও এসআই খোকন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে যান ও ঘটনার বর্ণনা শোনেন। পরে মমিন গাজী তার কন্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল জানান, নির্যাতনের শিকার ও আহত কন্যা ঝুঁকিমুক্ত আছে।

মমিনের মেয়ে রেহানা তার ওপর পরিচালিত নির্যাতনের বর্ণনা দিয়েছে। সে আরো জানিয়েছে, তারা তার মাথার চুল কেটে দিয়েছে। এক প্রশ্নের উত্তরে সে জানায়, গত ক'দিন যাবত বিদ্যালয়ে যাওয়ার পথে দুজন যুবক তাকে নানা কটু কথা বলেছে। জানতে চাইলে সে বলেছে, বাবা-মাকে লজ্জায় বলিনি। তবে রাতেই একটি কাগজে পথে উত্ত্যক্ত করার ঘটনা লিখে রেখেছি সকালে মা’র হাতে দেয়ার জন্যে। কিন্তু তার আগেই আমার ওপর নির্যাতন চালানো হলো।

মমিন গাজী ও তার স্ত্রীর সঙ্গে আলাপ করে ধারণা করা হচ্ছে, কেউ রাতে ঘরের ভেতরে আগে থেকে অবস্থান করছিলো। রাত ৯টা নাগাদ মমিন গাজীর কন্যা ও রাত ১১টা নাগাদ বাবা-মা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। মমিন গাজী দৈনিক আজকের পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি। এছাড়া স্থানীয় একটি পত্রিকা ও একটি আইপি টিভিতে রিপোর্টিংয়ের কাজ করেন। মোহনা আক্তার রেহানা স্থানীয় পূর্ব বড়ালি কবির আহমেদ উচ্চ বিদ্যালয়ে এ বছরের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেছেন, আমরা প্রাথমিক তদন্ত করেছি ও খোঁজ খবর নিচ্ছি। এছাড়া মমিন গাজীর অভিযোগের অপেক্ষায় আছি। অভিযোগ প্রাপ্তির পর সার্বিক ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ ঘটনায় ফরিদগঞ্জের সাংবাদিকবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সহকর্মীর কন্যার ওপর পরিচালিত নির্যাতনকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নেয়ার জন্যে ফরিদগঞ্জ থানা পুলিশের সাথে দেখা করে আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেছেন, আমি ঘটনা শুনেছি ও থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্যে বলেছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, আমি ঘটনা শোনামাত্রই পুলিশ পাঠিয়েছি এবং আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়