প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২০:৫০
অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে কর্মশালা
প্রতারক চক্রদের চিহ্নিত করতে হবে : সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হক
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)-এর আয়োজনে ২৫ নভেম্বর বিকেলে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আইনি প্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে ‘জেলা পর্যায়ে কেস রেফারেল লিংকেজ প্রতিষ্ঠা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় সিম্স (Strengthened and Informative Migration Systems) প্রকল্পের ‘এক্সেস টু জাস্টিস’ কার্যক্রমের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশকে চাঁদপুর জেলায় অভিবাসন কর্মীদের জন্যে আইনী সেবা কার্যক্রম বাস্তবায়নের জন্যে ধন্যবাদ জানিয়ে বলেন, অভিবাসনকর্মীগণ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। কিন্তু এদের অনেকেই অসচেতনতার কারণে বিপদে পড়ছে। এক্ষেত্রে তাদের জন্যে আইনী সেবা নিশ্চিত করতে হবে। তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, প্রতারক চক্রদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। মাঠ পর্যায়ে যারা এ ধরনের রিক্রুটিং এজেন্সির কাজের সাথে জড়িত রয়েছে, তাদেরকে আইনী সংস্থার মাধ্যমে তাদের প্রলোভন বন্ধ করতে হবে। কর্মসংস্থানের বাইরে যারা রয়েছে তাদেরকে আমাদের সঠিক পথ দেখাতে হবে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সালমা আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, তন্ময় কুমার দে, জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও সংগঠনের অ্যাড. কুহিনুর রশিদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এএনএম মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।
কর্মশালায় সংশ্লিষ্ট ১৫জন বিচারকসহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চাঁদপুরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান ও চাঁদপুর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ সারোয়ার জাহান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালা পরিচালনা এবং বিষয়বস্তুর ওপর উপস্থাপনা করেন সিম্স প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা।
সভার সভাপতি তাঁর বক্তব্যে ভুক্তভোগী অভিবাসনকর্মীদের ন্যায়বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদনের ওপর জোর দেন। তিনি বলেন, বিচারকার্যের দীর্ঘসূত্রিতার কারণে আসামীরা পার পেয়ে যায়, ফলে অনেক ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। তিনি জেলা লিগ্যাল এইড কার্যালযের আইনি সহযোগিতার মাধ্যমে সহজেই ভুক্তভোগী অভিবাসীকর্মীদের জন্যে ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে সমিতির সদস্য আইনজীবী, অভিবাসীদের আইনী সহায়তায় প্যানেল আইনজীবী, সিসিডিএ’র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।