সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৫৯

যথাযথ মর্যাদায় দিবস দুটি পালনে একদিনের বিজয় মেলাসহ নানা কর্মসূচি গৃহীত

চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
অনলাইন ডেস্ক

চাঁদপুরে

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. নুরে আলম দীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, তথ্য অফিসার তপন বেপারী, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনে নানা কর্মসূচি গৃহীত হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে : মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা, সকাল ৭টায় শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রঙের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা, বেলা ১১টায় দিবসের আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং একই দিন দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজনে জেলা ও উপজেলায় দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা অনুষ্ঠিত হবে। বিজয় মেলা উদ্বোধন শেষে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় পতাকা ও রঙিন নিশান দ্বারা প্রধান প্রধান সড়ক, সড়ক দ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহ সজ্জিতকরণ ও গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনাসমূহে আলোকসজ্জা,

বাদ যোহর দেশের শান্তি ও অগ্রগতি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে শহরের বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্যে উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা করা হয়। সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দিবস এবং ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি বেদনাদায়ক দিন। এ দুটি জাতীয় দিবস চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে উপস্থিত সকলের আলোচনার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভায় সভাপ্রধানের বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়