বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২১:০৬

চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শনে শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক
চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শনে  শেখ ফরিদ আহমেদ মানিক
প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শন ও সাবেক ফুটবলারদের সাথে কথা বলছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক কৃতী খেলোয়াড় শেখ ফরিদ আহমেদ মানিক। মঙ্গলবার বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ। এই প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলার সাবেক ফুটবলারদের প্রস্তুতি দেখতে যান শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি মঙ্গলবারের খেলার ব্যাপারে কথা বলেন। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মনোয়ার চৌধুরীসহ ফুটবলারগণ। মঙ্গলবার চাঁদপুরের দলটির সাথে মিরপুরের খেলায় অংশ নিবেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক স্বর্ণজয়ী ফুটবলার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনুল হক। এছাড়া মাঠে দেখা যাবে ঢাকার মাঠ কাঁপানো জাতীয় দলের সাবেক ফুটবলারদের। চাঁদপুর দলের টিম ম্যানেজার জয়নাল আবেদীন জনু ও ক্লাবের সদস্য জাহাঙ্গীর গাজীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তারা জানান, আশা করি আমরা সঠিক সময়ে মাঠে খেলা শুরু করবো। ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়