শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠান

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে

------বরিশাল মহানগরীর আমীর জহির উদ্দিন বাবর

অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বুধবার সকাল থেকেই শাহরাস্তি উপজেলার ফেরোয়া, রাজাপুর, পৌরসভার কাজীর কামতা গ্রামে পানিবন্দী মানুষের মাঝে বরিশাল জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর জহির উদ্দিন বাবর। তিনি বলেন, জামায়াতে ইসলামী এদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ সংগঠনটির সুশৃঙ্খল কার্যক্রম সর্বমহলে প্রশংসিত। সমাজের সকল ক্ষেত্রে অসৎ, দুর্নীতিবাজ ও অদক্ষ নেতৃত্বের কারণে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও বিশৃঙ্খলা দূর হচ্ছে না। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনায় অবদান রাখতে বদ্ধপরিকর। দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের কারণে দেশের তরুণ সমাজ হতাশায় নিমজ্জিত ছিল। বেকারত্ব, দুর্নীতি, গণতন্ত্রহীনতার কারণে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছিল। বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ছিল শুধুমাত্র আ’লীগের। এহেন অবস্থা থেকে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তি এনে দিয়েছে এ দেশের ছাত্রসমাজ। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, বরিশাল অঞ্চল টিম সদস্য ফখরউদ্দিন, পিরোজপুর জেলা সেক্রেটারী জহিরুল হক, চাঁদপুর জেলার নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, পটুয়াখালী জেলা সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ ও চাঁদপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।

শাহরাস্তি উপজেলা আমীর মোস্তাফা কামালের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ শাহ আলম, পৌরসভা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারী আবুল বাসার সহ ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়