প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মতলব উত্তরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার ॥ আটক ২
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের খাল থেকে খবির উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন। গ্রেপ্তারকৃতরা হলো আবদুর রহমান ও তৈৗহিদুল ইসলাম সৈকত। গ্রেফতারকৃতরা উভয়ে পিতা-পুত্র।
জানা যায়, নিহত খবির উদ্দিন উপজেলার মান্দারতলী গ্রামের মৃত গোলাম মোর্তোজা প্রধানের ছোট ছেলে। তার স্ত্রী মাসুদা আক্তার এবং দুই মেয়ে মুনিয়া আক্তার (১১) ও তোহা আক্তার (৩)। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
এ ঘটনায় স্ত্রী মাসুদা আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় বায়েজিদ সরকারকে প্রধান আসামী করে ২৩জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞাত ৫-৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত খবির উদ্দিনের স্ত্রী মাসুদা আক্তার জানান, আমার স্বামী মোঃ খবির উদ্দিন প্রধান অটোরিকশা চালিয়ে এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বিকেলে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে আমরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করি। পরে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে মেরে খালের পানিতে ফেলে রেখে চলে গেছে খুনিরা।
নিহত খবির উদ্দিনের চাচাতো ভাই মোঃ পাভেল জানান, গত দুবছর আগে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ লাভলু কাকাকে মেরে ফেলা হয়েছে। তার বিচার আজও পাইনি। আজকে আবার আমার ভাইকে মেরে ফেলেছে। এখন আমরা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের বিচার চাই।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রতন মিয়া জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীর গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন জানান, মান্দারতলী গ্রামের বেপারী বাড়ির পাশের খালের পানিতে যুবকের মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।