রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০০:০০

চান্দ্রা বাজারে কারেন্ট জালের ব্যবসা জমজমাট

এস কে জিয়া ॥
চান্দ্রা বাজারে কারেন্ট জালের ব্যবসা জমজমাট

ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে কারেন্ট জালের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। জানা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে এক শ্রেণির জেলে নদী, খাল ও বিলে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্যে ব্যস্ত হয়ে পড়ে। এ সুযোগে চান্দ্রা বাজারের সুতা ও বিভিন্ন জাল বিক্রেতা সকল ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে থাকে। এ বাজারে প্রতিদিন ২০/৩০ পাউন্ড কারেন্ট জাল বিক্রি হয়ে থাকে।

‘বাজারে কারেন্ট জাল নিষিদ্ধ, পাওয়া যায় না’ বলে বেশি দামে বিক্রি করে থাকে বিক্রেতারা। একদিকে কারেন্ট জাল নিষিদ্ধ অপরদিকে সুযোগ বুঝে বেশি দামে জাল বিক্রি করে থাকে বাজারের ব্যবসায়ীরা।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন ক'জন বলেন, বর্ষা মৌসুম চলে আসায় খাল, বিল ও ডোবাগুলো পানিতে ভরপুর হয়ে গেছে। এতে কিছু মাছ শিকারী চান্দ্রা বাজার থেকে কারেন্ট জাল ক্রয় করে নিয়ে মাছ শিকার করে। এসব কারেন্ট জাল চান্দ্রা বাজারের জাল বিক্রেতারা চাঁদপুর শহরের পুরাণবাজার থেকে ক্রয় করে এনে বিক্রি করে।

কারেন্ট জাল বিক্রি নিষিদ্ধ থাকলেও কারখানাগুলো সিলগাল করে বন্ধ করা হয়নি। এই কারখানাগুলো বন্ধ করে দেয়া না হলে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে বলে পর্যবেক্ষকগণ মনে করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়