প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০
৬৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
চাঁদপুর শহরে জলাবদ্ধতা ও ভঙ্গুর রাস্তায় দুর্ভোগ
চাঁদপুর প্রাচীন ও প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা চলছে। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমাণ বেশি হওয়াতে অল্প বৃষ্টিতে কাদা ও ছোট-বড় গর্তের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা। বৃষ্টিপাতের কারণে রাস্তার দুই পাশের ড্রেন ময়লা আবর্জনায় আবদ্ধ থাকাতে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। ড্রেনের ভেতর কাদায় পরিপূর্ণ এবং নিয়মিত পরিষ্কার করা হয় না অনেক ড্রেন।
এদিকে দেশের সরকার পরিবর্তনে থমকে আছে টেন্ডার হওয়া রাস্তা প্রশস্তকরণ, ভাঙ্গা রাস্তার সংস্কার ও ড্রেন নির্মাণ কাজগুলো। অন্তর্র্বতীকালীন সরকার পৌর পরিষদে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করায় চলমান কাজগুলো কবে নাগাদ আবার শুরু হবে তা এখন পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। এ কারণে চাঁদপুর পৌরসভার ট্রাক রোড, মহিলা কলেজ থেকে তালতলা সড়ক, পুরাণবাজার রয়েজ রোড, লোহার পুল থেকে দোকানঘর পর্যন্ত রাস্তায় খুবই ভঙ্গুর অবস্থা বিরাজ করছে।
পৌরসভার এসব রাস্তায় দুর্ভোগ বেড়েই চলেছে যানবাহন চলাচলের কারণে। পৌরসভার অনেক রাস্তা ভাঙ্গা, ছোট বড় গর্তের কারণে স্থানীয় যানবহনসহ সকল প্রকার মানুষই পড়ে গিয়ে ময়লা কাদার সম্মুখীন হয়। প্রতিটা রাস্তার চেহারা দেখে আঁৎকে উঠে বাইরে থেকে আসা জনসাধারণ।
চাঁদপুর পৌরসভার খারাপ রাস্তাগুলোর কাজ যাতে খুব দ্রুত সংস্কার করা হয় এমন দাবি ব্যক্ত করে বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী ও শহরের পর্যবেক্ষক মহল। অপরদিকে গত দুদিন যাবৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া চাঁদপুরে বিরাজ করায় দেশের অন্য জেলার ন্যায় এখানে গত দুদিন প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টিপাত হয়েছে রোববার দিবাগত রাত থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ও থেমে থেমে বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়ে।
১৯ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩টায় বৃষ্টিপাতের এই তথ্য জানান চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মোঃ শোয়েব।
সোমবার ভোর থেকেই টানা বৃষ্টিপাত হয় সকাল ১০টা পর্যন্ত। এরপর থেমে থেমে আবারও হয় বৃষ্টি। যে কারণে শহরের অধিকাংশ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর মধ্যে শহরের মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, রহমতপুর আবাসিক এলাকা ও ট্রাকরোডে পানি উঠে যায়।
মাদ্রাসা রোডের বাসিন্দা সাজ্জাদ রহমান বলেন, টানা বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। যে কারণে বৃষ্টির পানি বাসাবাড়িতে প্রবেশ করে চরম খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের মধ্যে অপরিকল্পিত বাড়ি-ঘর তৈরি হওয়া এবং জলাশয়গুলো ভরাট করায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
শহরের মিশন রোড এলাকার শ্রমিক জাহাঙ্গীর আলম ও রবিউল জানান, সড়ক সংস্কারের কাজ করি। বৃষ্টির কারণে কাজ বন্ধ। আমাদের কাজ না থাকলে সংসার চলে না। কী আর করা, বৃষ্টির সাথেতো কারো হাত নেই।
ট্রাক রোডের বাসিন্দা আবদুল বারেক বলেন, এই এলাকার সংযুক্ত আবাসিক সড়কগুলোতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। লোকজন ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। এরপর গত ১ বছর ট্রাকরোড সংস্কার না হওয়ায় খুবই দুর্ভোগে আছে এলাকার লোকজন।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মোঃ শোয়েব বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত আছে।
তিনি আরও বলেন, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর জেলায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।