বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০

মুন্সিরহাট বাজার মসজিদ কমিটি ভেঙ্গে দেওয়ার পাঁয়তারা

এস কে জিয়া ॥
মুন্সিরহাট বাজার মসজিদ কমিটি ভেঙ্গে দেওয়ার পাঁয়তারা

মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার জামে মসজিদের কমিটি ভেঙ্গে দেওয়ার পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, পাঁচ বছরের জন্যে মসজিদ কমিটি গঠন করা হয়। এক বছর হলো এ কমিটির যাত্রা শুরু হয়েছে। একটি মহল নিজদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন কথা বলে মিথ্যা অপপ্রচার করে আসছে। এমনকি এ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করে নিজেরা কমিটির দায়িত্ব নেওয়ার জন্যে পাঁয়তারা করছে।

গত ৯ ও ১৬ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্যে মুসল্লিদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে কমিটির বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচার করে। আর একটি মহল বর্তমান কমিটির মেয়াদ শেষ না হতে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা জন্যে উঠে পড়ে লেগেছে বলে জানা যায়।

এ ব্যাপারে মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান হাজরা বলেন, গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী গঠিত কমিটির বিরুদ্ধে মিথ্যা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে কতিপয় ব্যক্তি মসজিদ কমিটি বাতিল করার জন্যে পাঁয়তারা করছে। মুন্সিরহাট বাজার জামে মসজিদ কমিটি দলমত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা গঠিত নিয়মতান্ত্রিক কমিটি। কমিটির পাঁচ বছর মেয়াদের মধ্যে ১ বছর অতিবাহিত হওয়ার পর বর্তমানে দেশের একটি ক্রান্তিকালে ছাত্র-জনতার বিজয়কে পুঁজি করে হীন স্বার্থান্বেষী মহল মসজিদ কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা প্রকার মিথ্যা অপপ্রচার চালিয়ে মুসল্লিদেরকে বিভ্রান্ত করে কমিটি ভেঙ্গে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। এছাড়াও উক্ত মহলটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তথা আমাকে আওয়ামী লীগের লোক এবং ছাত্র আন্দোলনের বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। আমি এবং আমার পরিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একনিষ্ঠ সমর্থক এবং সহযোগিতাকারী।আমি কোনো দলীয় ব্যক্তি নই। চক্রান্তকারীদের মিথ্যা অপবাদে প্ররোচিত না হয়ে মুন্সিরহাট বাজার জামে মসজিদের মুসল্লিদেরকে মসজিদের বৃহত্তর স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদাত্ত আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়