রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

চলতি মাসেই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ

অনলাইন ডেস্ক
চলতি মাসেই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ

কোটা সংস্কার ঘিরে দেশের স্থবিরতা কাটছে শুরু করেছে। এরমধ্যে স্থগিত হওয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলতি মাসেই শেষ করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ সংক্রান্ত একটি নির্দেশনাও সংশ্লিষ্ট ভর্তি কমিটিকে পাঠিয়েছে কমিশন। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক মোঃ জামিনুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা জিএসটি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার।

তিনি জানান, ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলেও ভর্তি কার্যক্রম শেষ করা যায়নি। অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পরই আবার শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করার স্বার্থে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা চাইছি চলতি মাসের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করব। ইতিমধ্যে আমরা পরীক্ষা শেষ করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের ভর্তিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থী ভর্তির তালিকা দিয়েছি। আমরা আশা করছি বাকি যেটুকু কাজ অবশিষ্ট আছে তা পরিকল্পিত সময়ের মধ্যেই সম্পন্ন করব। গুচ্ছ ভর্তিতে এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়ে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে শুরু হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। এ ইউনিট—বিজ্ঞান বিভাগের মাধ্যমে ২৭ এপ্রিল শনিবার শুরু হয় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। বি ইউনিট মানবিক ৩ মে শুক্রবার এবং সি ইউনিট বাণিজ্য বিভাগের পরীক্ষার মাধ্যমে ১০ মে শুক্রবার শেষ হয়। এরপর কোটা বিরোধী আন্দোলন শুরু হয় সারা দেশব্যাপী। যার ফলে সারাদেশের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়