প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুরে খেলাফত মজলিসের নৈরাজ্যবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল
চাঁদপুরে নৈরাজ্যবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মসজিদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১৬ আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল আমিন জামে মসজিদের সামনে শপথ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নূরে আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকি, সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক ও জেলা ইমাম সমিতি সভাপতি মুফতী মাহাবুবুর রহমান, খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হোসেন মিয়াজী, বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান ও যুব মজলিসের শহর শাখার অফিস বিষয়ক সম্পাদক শরীফ হোসাইন। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আনিসুর রহমান।
বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে বাংলাদেশের আলেম-ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায়নি। আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। যারাই দেশের পক্ষে, সত্যের পক্ষে এবং ইসলামের পক্ষে কথা বলেছে, তাদেরকে রাজাকার আর জঙ্গি বলে আখ্যায়িত করেছে। এই জঙ্গি এবং রাজাকার শব্দটি আওয়ামী লীগ ব্যবসায় পরিণত করেছে। অবৈধ শেখ হাসিনা সরকার আলেম-ওলামাকে গুম, খুন এবং নির্যাতন-নিপীড়ন করেছে। সবশেষ তারা ছাত্র-জনতার বুকের ওপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ ছাড় দেন তো ছেড়ে দেন না। ছাত্র-জনতার গণ-বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। ছাত্র-জনতার বিজয় হয়েছে। আজকে আমরা মুক্তভাবে মত প্রকাশ করার অধিকার পেয়েছি।
বিক্ষোভ সমাবেশ শেষে শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ছাত্র-জনতা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।