প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
পাহারার ফাঁক গলে চুরি
চুরি-ডাকাতি রোধে পাহারা দেয়ার সময়েই চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের। এ ব্যাপারে শুক্রবার দুপুরে ভুক্তভোগী বিজয় পাল ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিজয় পাল জানান, গণঅভ্যুথানজনিত কারণে দেশে অস্থিরতা ও পুলিশি কার্যক্রম ব্যাপকভাবে শুরু না হওয়ায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পালবাড়িতে তারা রাত্রিকালীন নিয়মিত পাহারার ব্যবস্থা করে। পাহারা চলাকালীন গত বুধবার রাতে বাড়ির একটু দুরে দোকানে চা পান করার সময় চোরের দল তার বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। চোরের দল এ সময় মুখোশপরা ও হাতে দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। তবে যাবার সময় মামলা না করার হুমকি দিয়ে যায় বলে তিনি জানান।
এ ব্যাপারে ১৬ আগস্ট শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।