বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

বৈধ উপায়ে টোল আদায়ের অনুমতি সত্ত্বেও বারবার চাঁদপুর সেতুর টোলঘরে হামলা ও ভাংচুর কেন?

------মহসিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥
বৈধ উপায়ে টোল আদায়ের অনুমতি সত্ত্বেও বারবার চাঁদপুর সেতুর টোলঘরে হামলা ও ভাংচুর কেন?

চাঁদপুর সড়ক বিভাগ থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তিন বছরের জন্যে চাঁদপুর সেতুর টোল আদায়ের অনুমতি পায় মেসার্স এম আই ট্রেডিং। কিন্তু ইজারা নেওয়ার পর টোলঘরে হামলা ও ভাংচুরের কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মহসিনুল ইসলাম। তিনি বলেন, টোল আদায়ের বৈধতার পরও টোলঘরে বারবার হামলা কেন?তিনি দাবি করেন,

বৃহস্পতিবার দুপুরে সংঘবদ্ধ কিছু দুষ্কৃতকারী চাঁদপুর-ফরিদগঞ্জ ব্রীজ সংলগ্ন মেরিন একাডেমীর পাশের টোলঘরে ২ দফায় হামলা, ভাংচুর ও মালামাল লুটপাট করে।

মহসিনুল ইসলাম জানান, চাঁদপুর সড়ক বিভাগ থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত মেসার্স এম আই ট্রেডিং তিন বছরের জন্যে ৯ কোটি ১৫ লাখ টাকায় টোল আদায়ের অনুমতি পায়। গত ১৪ আগস্ট সড়ক বিভাগের কর্তৃপক্ষ, সেনাবাহিনী, সদর থানা পুলিশ টোল আদায়ের স্থলে উপস্থিত হয়ে আমাদের কাগজপত্র পর্যালোচনা করে এবং টোল আদায়ের জন্যে ইজারদার হিসেবে মৌখিক নির্দেশ প্রদান করেন। তার আলোকে আমরা টোল আদায়ের জন্যে একটি ঘর প্রস্তুত করি। অথচ ১৫ আগস্ট দুপুরে দুই দফা উক্ত ঘরটিতে সংঘবদ্ধ হয়ে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।

মহসিনুল ইসলাম জানান, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বৈধ পন্থায় টোল আদায় করা হচ্ছে। তারপরও বৃহস্পতিবার দুপুরে দুই দফা টোল ঘরে সংঘবদ্ধ হামলা দুঃখজনক। এ বিষয়ে সড়ক বিভাগ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তবে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়