রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সংগ্রাহক

সাহাবউদ্দিন মজুমদারের ইন্তেকাল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
সাহাবউদ্দিন মজুমদারের ইন্তেকাল

চাঁদপুর জেলার কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য আলোকচিত্র সংগ্রাহক, ‘দেশ-একটি সম্মিলিত উচ্চারণ’ নামক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট গবেষক, সম্পাদক সাহাবউদ্দিন মজুমদার আর বেঁচে নেই। তিনি ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার রাত ২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম মহানগরীর মা ও শিশু হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, সহোদর ভাই-বোন, নাতি-নাতনি, বহু আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে

জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ জোহর চট্টগ্রাম মহানগরীর হালিশহর নয়াবাজারস্হ চাঁন্দ জমাদার জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি চট্টগ্রামের হালিশহরে বসবাস করলেও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন কালচোঁ উত্তর ইউনিয়নের খিলপাড়া মজুমদার বাড়িতে রয়েছে তাঁর পৈত্রিক নিবাস। তিনি এই বাড়ির মরহুম আব্দুল হান্নান মজুমদারের ছেলে।

সাহাবউদ্দিন মজুমদার পদ্মা ওয়েল কোম্পানির অডিট বিভাগে কর্মরত ছিলেন। ক'বছর পূর্বে তিনি অবসরে এসে ঢাকায় 'চাঁদপুর টিভি'তে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে যোগদান করে সাংবাদিকতার সাথে যুক্ত হন। বছরখানেক পর তিনি চট্টগ্রামে ফিরে যান এবং বহুবিধ সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন। তিনি তিন গুণী কন্যা সন্তানের জনক। তাঁর বড়ো মেয়ে তাছলিমা আক্তার বাঁধন বৃত্তি পেয়ে ভারতের শান্তি নিকেতন থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস্ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। মেজো মেয়ে (বিন্তি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বৃত্তি পেয়ে কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে কর্মরত। আর ছোট মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বর্তমানে এনএসআই-এর কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত আছেন। তাঁর মেয়ের জামাতাদের মধ্যে বড়োজন (মনজুরুল আলম) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং আরেকজন চট্টগ্রামে সাংবাদিকতা করছেন।

চাকুরিতে থাকাকালীন সাহাবউদ্দিন মজুমদার ঐতিহাসিক আলোকচিত্র সংগ্রহে প্রবৃত্ত হন এবং 'দেশ-একটি সম্মিলিত উচ্চারণ' নামক সংগঠন প্রতিষ্ঠা করে 'ইতিহাস কথা কয়' শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী শুরু করেন। চট্টগ্রাম থেকে শুরু করে রাজধানী ও সারাদেশের বিভিন্ন স্থানে তিনি এক হাজারেরও বেশি এই আলোকচিত্র প্রদর্শনী করেন। শুধু তা-ই নয়, তাঁর এই প্রদর্শনী ভারতের কলকাতা ও আগরতলা, ভুটান, নেপাল ও লন্ডনেও প্রদর্শিত হয়। চাঁদপুর স্টেডিয়াম, চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তিযুদ্ধের বিজয় মেলা, পুরাণবাজারস্থ মধুসূদন হাই স্কুল মাঠ, হাজীগঞ্জের গ্রামে-গঞ্জের বিভিন্ন স্থানে তাঁর এই আলোকচিত্র প্রদর্শনী বহুবার প্রদর্শিত হয়। সর্বশেষ তিনি সৌদি আরবে সস্ত্রীক ওমরা পালন করতে গিয়ে পবিত্র মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থান সমূহের আলোকচিত্র সংগ্রহ করে সেগুলোরও প্রদর্শনী শুরু করেন। তাঁর সর্বশেষ ইচ্ছা ছিলো নিজ জেলা চাঁদপুরে এমন প্রদর্শনী করার। কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাঁর সে ইচ্ছায় বাধ সাধলো।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়