রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার জরুরি সভা

জেলার কোনো প্রাইভেট হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে হামলা বরদাস্ত করা হবে না

---শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ॥
জেলার কোনো প্রাইভেট হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে হামলা বরদাস্ত করা হবে না

সম্প্রতি চাঁদপুরের কয়েকটি প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দুর্বৃত্তদের অতর্কিত হামলা এবং চাঁদা দাবির প্রতিবাদে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ।

গতকাল ১৩ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিএম শাহীন। সভায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত শহীদদের প্রতি শোক প্রকাশ করা হয়। একই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক অধিকার। এ মৌলিক চাহিদা পূরণ রাষ্ট্রের একার পক্ষে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে উঠে না। এ কারণে স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অনবদ্য ভূমিকা রেখে চলছে। তাই সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত এসব প্রতিষ্ঠানের ওপর নগ্ন হামলা কিংবা হস্তক্ষেপ কোনো ক্রমেই বরদাস্ত করা হবে না। হামলাকারী ও চাঁদাবাজদের তাৎক্ষণিক আটকে রেখে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্যে তিনি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের পরামর্শ দেন। প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আপনাদের সার্বক্ষণিক পাশে আছে এবং থাকবে। দুর্বৃত্তরা আমাদের দলের নাম ভাঙ্গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করলে আমাদেরকে অবহিত করবেন। বিন্দুমাত্র তাদের ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, আমাদের ভুলে যাওয়ার কথা নয়, ফ্যাসিবাদের দোসরদের চাপের মুখেও রাজনৈতিক হামলায় আহতদের পাশে থেকে এই প্রতিষ্ঠানগুলো চিকিৎসা সেবা দিয়েছিল। সর্বোপরি চাঁদপুরের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে আপনাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকুক এই কামনাই করছি।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর জামায়াতের আমির আল-আমিন হাসপাতালের পরিচালক অ্যাডঃ মোঃ শাহজাহান খান।

জরুরি সভায় চাঁদপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও বর্তমান পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরো সুচারুভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোবারক হোসেন চৌধুরী, সিনিয়র সদস্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মালিক ডাঃ মোঃ জাহাঙ্গীর খান, সিনিয়র চিকিৎসক হানি ছিদ্দীক হাসপাতালের মালিক ডাঃ মোস্তাফিজুর রহমান, সংগঠনের সহ-সভাপতি সফিকুল ইসলাম, কিশোর সিংহ রায়, চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এম ইউনুছ উল্যাহ, পরিচালক বিএম হান্নান, ফ্যামিলি কেয়ার হাসপাতালের চেয়ারম্যান আবু ইউসুফ তালুকদার মানিক, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ আরিফ, নোভা এইডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ, মুন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান হেলাল, মেডিনোভা ডায়াগনস্টিকের পরিচালক সোহাগ, রীম টার্চ ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম, মীক ডিজিটাল ডায়াগনস্টিকের পরিচালক বোরহান উদ্দীন, অঞ্জন মিত্র, মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম, আল-আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আঃ শুক্কুর মাস্তান, বেলভিউ হাসপাতালের পরিচালক রনি, মুন হাসপাতালের পরিচালক বাবুল মোল্লা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়