মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত

দেশের প্রায় ৮শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে : জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
দেশের প্রায় ৮শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে : জেলা প্রশাসক

চাঁদপুরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, দেশের প্রায় ৮শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে। বিভিন্ন কারণে অনেককেই পুকুরে বা নদীতে গোসল করতে হয়। তাই আমাদের সকলকে সাঁতার শেখা প্রয়োজন। শুধুমাত্র সাঁতার নয়, পানিতে ডুবা শিশুকে প্রাথমিক কি চিকিৎসা দিতে হয় তাও শিখতে হবে। প্রকল্প নিয়ে আলোচনায় জেলা প্রশাসক বলেন, সাঁতার শেখানোর ক্ষেত্রে খুব বেশি পরিকল্পনা না করে বাস্তবায়ন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ প্রমুখ।

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর আগে সকালে ছোট ছোট শিশু-কিশোরদের অংশগ্রহণে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। সূত্র : সময়ের আলো

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়