সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০০:০০

ইন্টারনেট বন্ধ থাকায় বিদ্যুৎ গ্রাহকদের অবর্ণনীয় দুর্ভোগ

চারদিনে চাঁদপুর পিডিবি ১২ সহস্রাধিক গ্রাহককে সেবা দিয়েছে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
ইন্টারনেট বন্ধ থাকায় বিদ্যুৎ গ্রাহকদের অবর্ণনীয় দুর্ভোগ

কোটা বিরোধী আন্দোলনের সময় সহিংস ঘটনায় ইন্টারনেট লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাত থেকে সারাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। সে কারণে ইন্টারনেট নির্ভর সকল কাজ ব্যাহত হতে থাকে। একপর্যায়ে স্থবির হয়ে যায় নেট নির্ভর সকল কাজ। বড় ধরনের ধাক্কা লাগে বিদ্যুৎ সেক্টরে। শুক্রবার রাত থেকেই অনেকের বাসাবাড়িতে বিদ্যুতের প্রিপেইড মিটারে লাল বাতি জ্বলতে থাকে। যে কারণে শনিবার সকাল থেকেই বিদ্যুৎ মিটারে লোড ঢুকাতে তথা মিটার রিচার্জ করতে গ্রাহকরা ব্যস্ত হয়ে যায়। কিন্তু ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় দোকান থেকে এই সেবা দেয়া সম্ভব হয় নি। যার কারণে গ্রাহকরা চলে আসে স্থানীয় বিদ্যুৎ অফিসে। শনি, রবি, সোম ও মঙ্গলবার এই চারদিন চাঁদপুর পিডিবি অফিসে হাজার হাজার গ্রাহকের ভিড় ছিল উল্লেখ করার মতো। মানুষের ভিড় সামাল দিতে বিদ্যুৎ অফিসে ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিযুক্ত করা হয়। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা সার্ভিস দেয় চাঁদপুর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের লোকজন। গত রোববার রাত ১০টা পর্যন্ত টানা ১৩ ঘন্টা গ্রাহকদের মিটার রিচার্জ সেবা দেন চাঁদপুর পিডিবির স্টাফরা। এই চারদিনে কয়েক হাজার গ্রাহককে সেবা দিতে হিমশিম খেতে হয় বিদ্যুৎ অফিসের কর্মকর্তাসহ স্টাফদের। চাঁদপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান, এই চারদিনে তারা ১২ সহস্রাধিক গ্রাহককে রিচার্জ সেবা দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়