সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০০:০০

পাঁচ দিনে ৭ মামলায় গ্রেফতার ৩৫

স্টাফ রিপোর্টার ॥
পাঁচ দিনে ৭ মামলায় গ্রেফতার ৩৫

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার চাঁদপুর শহরের হটস্পট ছিলো বাসস্ট্যান্ডের ফয়সাল শপিং কমপ্লেক্সের সম্মুখস্থল, মিশন রোড, হাসান আলী স্কুল মাঠ সংলগ্ন ‘অঙ্গীকার’ সম্মুখস্থ লেকের পাড় ও বাইতুল আমিন মসজিদের সামনে শপথ চত্বর এলাকা। এছাড়া উপজেলাগুলোর মধ্যে হটস্পট ছিলো হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকা।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবারের হামলা ও সহিংসতার ঘটনায় এই হাসপাতালে আহত ১৭ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের কয়েকজনের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

চাঁদপুর শহরে ভাংচুর করা হয়েছে জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপি কার্যালয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন। এছাড়া বিএনপি নেতা ইব্রাহিম কাজী জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠান ও জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের অফিস এবং ছাত্রদলের প্রিন্সের দোকান ভাংচুর করা হয়। হামলা হয়েছে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের গুয়াখোলাস্থ বাসভবন। আগুনে পুড়িয়ে দেয়া হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশের মোটরসাইকেল।

এসব ঘটনায় গত পাঁচ দিনে চাঁদপুর জেলায় ৭টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও জামাতের ৩৫ নেতা-কর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মনিরুল ইসলাম জানান, চাঁদপুরের বিভিন্ন থানায় ৭টি মামলা হয়েছে, আসামী অনেক। এর মধ্যে চাঁদপুর সদর থানায় ২টি, হাজীগঞ্জে ৪টি ও শাহরাস্তিতে ১টি মামলা হয়।

গ্রেফতার করা হয় ৩৫ জনকে। এর মধ্যে চাঁদপুর সদরে ১৩, হাজীগঞ্জে ১৪, মতলব উত্তরে ৬, মতলব দক্ষিণে ২ ও শাহরাস্তিতে ১ জন আটক হয়।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল ও আপিল বিভাগের রায় মেধায় ৯৩, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্যে ৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্যে ১ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্যে ১ শতাংশ কোটা নির্ধারণ করে আদেশ জারি হয়েছে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে দেশজুড়ে সংঘটিত সংঘর্ষ ও সহিংস ঘটনায় বহু হতাহত এবং বিভিন্ন উন্নয়ন-স্থাপনায় নাশকতা করে ধ্বংসযজ্ঞ চালানো হয়। এই পরিস্থিতিতে দেশে অনির্দিষ্টকালের জন্যে কারফিউ চলছে। চাঁদপুরে কারফিউ থাকলেও পরিস্থিতি অন্যান্য জেলার চাইতে অনেকটাই শান্ত ও স্বাভাবিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়