সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০০:০০

মতলবে নিহত ক’জনের পরিচয়

রেদওয়ান আহমেদ জাকির ॥

কোটাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ ও ২০ জুলাই পৃথক সংঘর্ষে ঢাকা ও গাজীপুরে শিক্ষার্থীসহ মতলবের চারজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে নিহতদের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে তিনজনের পরিচয় জানা গেছে।

মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের বাবুল পাটোয়ারীর ছেলে মুদি ব্যবসায়ী রাব্বি পাটোয়ারী শাহবাগ এলাকায় ১৯ জুলাই শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। নিহত রাব্বি ঢাকা শাহবাগ এলাকায় মুদি ও ঔষধের ব্যবসা করতেন।

মতলব পৌরসভার বোয়ালিয়া গ্রামের মৃত দুলাল চন্দ্র দে পুত্র সুমন দে (৪৪) শনির আখড়া এলাকায় ২০ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মায়ের জন্যে ঔষধ কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরিরত ছিলেন।

গাজীপুর মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী জান্নাতুল নাঈমা ২০ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে গাজীপুর মেইন রোডের পাশে অবস্থিত বাড়ির চতুর্থ তলার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার পৈত্রিক বাড়ি মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দা গ্রামে। তার পিতা গোলাম মোস্তফা দেওয়ান মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের একজন হোমিওপ্যাথি চিকিৎসক।

নিহতের পিতা গোলাম মোস্তফা জানান, আমি ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্যে ওখানে বাসা নিয়েছি। ঘটনার দিন গোলাগুলির শব্দ পেয়ে আমার মেয়েরা বারন্দায় গেলে সেখানে মাথায় গুলিবিদ্ধ হয়। আমার তিন সন্তানের মধ্যে মেয়েটাই অনেক ভালো ছাত্রী ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়