প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০
হাজীগঞ্জের স্বনামধন্য শিক্ষক রত্নেশ্বর পালের পরলোকগমন
হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বেলচোঁ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী ও স্থায়ী দাতা সদস্য, স্বপ্নধারা বহুমুখী সোসাইটি ও বীর এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা পরিচালক রোটাঃ জয়দেব পালের বাবা রত্নেশ্বর পাল (বিএসসি, বিএড) পরলোকগমন করেছেন। ১৩ জুলাই (শনিবার) সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল ইউনিয়নের সেন্দ্রা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮৮ বছর।
রত্নেশ্বর পাল একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। তিনি মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় (১৯৬৯-১৯৭৩), পালিশারা উচ্চ বিদ্যালয় (১৯৭৩-১৯৮৯) ও বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে (১৯৮৯-২০০৫) শিক্ষকতা করেছেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা শেষ করে এদিন বিকেল সাড়ে চারটার দিকে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, রত্নেশ্বর পাল হচ্ছেন আমেরিকা প্রবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের উপদেষ্টা প্রফেসর ড. অরুন চন্দ্র পালের মামা।