সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০

হাজীগঞ্জের উচ্চঙ্গায় লোকনাথ ব্রহ্মচারী মন্দির উদ্বোধন

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জের উচ্চঙ্গায় লোকনাথ ব্রহ্মচারী মন্দির উদ্বোধন

হাজীগঞ্জে ত্রিকালদর্শী, মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (১২ জুলাই) উপজেলার উচ্চঙ্গা গ্রামের জগবন্ধু পাল বাড়িতে মন্দির উদ্বোধন পূর্বক টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, ওসি (তদন্ত) মিন্টু দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, প্রকল্প পরিচালক প্রকৌঃ জাকির হোসেন, ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন প্রমুখ।

মন্দিরের প্রধান উপদেষ্টা হচ্ছেন আমেরিকা প্রবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. অরুণ চন্দ্র পাল। তাঁর দিকনির্দেশনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর পালের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র পাল। মন্দির নির্মাণে প্রধান উপদেষ্টাসহ সহায়তা করেন উত্তম কুমার পাল (সৌদি প্রবাসী), উত্তম কুমার পাল (ইতালী), রনজিৎ দেবনাথ (পোল্যান্ড) ও অবিনাশ তালুকদার (আমেরিকা প্রবাসী)।

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শংকর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক অর্জুন চন্দ্র পাল, বিজয় পাল, ভূমিদাতা হরি নারায়ণ পাল, শিক্ষক রনজিৎ পাল, কিরণ পাল, স্বপন কুমার পাল, তপন কুমার পাল, পীযূষ পাল, দিলীপ পাল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, অরুণ পাল, বাবুল পাল, ভূবন পাল, নোভা পাল, অপু পাল, প্রবীর কুমার পাল, দেবাশীষ পাল, অলোক নারায়ণ পাল, বলাই পাল, শুভ পাল, শুভ বর্ধন, সমীর চন্দ্র পাল, বিক্রম তালুকদার, রিপন চন্দ্র পাল, পীযুষ চন্দ্র পাল, বিবেকান্দ পালসহ সহস্রাধিক ভক্ত। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন হারু চন্দ্র পাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়