মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জের পশ্চিম পাড়াগাব্দেরগাঁও কালীমন্দিরে গীতা স্কুল প্রতিষ্ঠাকল্পে আলোচনা সভা

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জের পশ্চিম পাড়াগাব্দেরগাঁও কালীমন্দিরে গীতা স্কুল প্রতিষ্ঠাকল্পে আলোচনা সভা

ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পাড়াগাব্দেরগাঁও শ্রীশ্রী কালী মন্দিরে গীতা স্কুল প্রতিষ্ঠাকল্পে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রূপসা উত্তর ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দন চন্দ্র জয়ের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি শিবু চন্দ্র দাস। স্থানীয় ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও স্থানীয় পল্লী যুবক সেবক সংঘের সভাপতি বাপ্পী দেবনাথের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সদস্য মিঠু দাস, হিন্দু মহাজোট চাঁদপুর পৌর শাখার সহ-সভাপতি অতুল সরকার, সাংগঠনিক সম্পাদক বিপ্লব পাল, যুব ঐক্যের চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি বাপন দাস, রূপসা উত্তর ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র শীল, পল্লী যুবক সেবক সংঘের সম্পাদক শিবু চন্দ্র শীল প্রমুখ। বক্তারা বলেন, প্রত্যেক সনাতন ধর্মের ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করা উচিত। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা অর্জন করে তাহলে বর্তমান সমাজ মাদক, ইভটিজিং, বখাটেপনা থেকে রেহাই পাবে। সর্বোপরি তারা নিজ ধর্ম থেকে কখনো বিচ্যুত কিংবা ধর্মান্তরিত হবে না।

এ সময় আশপাশের নারী-পুরুষসহ উপস্থিত অনেকেই মহৎ এই উদ্যোগকে সাধুবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়