প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
শাহরাস্তিতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি উপজেলা ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে ১২ জুলাই বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সঞ্জয় একাদশকে টাইব্রেকারে পরাজিত করে হুমায়ূন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা সদর সমাজকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মজিবুর রহমান রাজিব ও সাংগঠনিক সম্পাদক হাজী ফয়েজ আহমেদ। নিজ মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে ছেলে-মেয়েদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী ঘরের বাহিরে থাকতে পারবে না
ইলেভেন স্টার ক্লাবের সদস্য সজিব, অপু, শাকিল, হৃদয়, রিপাত, সোহেল, মামুন, দিদার ও মিঠুনের সার্বিক সহযোগিতায় এ খেলা পরিচালিত হয়।