প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০
উপজেলা প্রশাসনের অভিযানে
শাহরাস্তিতে সড়কে শৃঙ্খলা ভঙ্গে ছয় দোকানিকে জরিমানা
শাহরাস্তিতে সড়কে শৃঙ্খলা এবং যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ও নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছেন। অভিযানে ৬টি অভিযুক্ত দোকানিকে আইনের বিভিন্ন ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৯ জুলাই উপজেলার দোয়াভাঙ্গা সূচিপাড়া সড়কের ঠাকুরবাজার ও কালিবাড়ি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের রাস্তার উপর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের অতিরিক্ত মালামাল ও দোকানের নামে স্ট্যান্ড সাইনবোর্ড বসিয়ে আসছিলেন। যেটি প্রশাসনের তরফ থেকে বারংবার নিষেধ করা সত্ত্বেও আইনের বিধান লঙ্ঘিত হচ্ছে বিধায় এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
এ সময় অভিযুক্ত দোকানিদের দণ্ডবিধি, ১৮৬০, সড়ক পরিবহন আইন, ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
একই সঙ্গে উপজেলা প্রশাসন সড়কপথের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা নিশ্চিত লক্ষ্যে সকলকে উপরোক্ত আইনের সকল ধারা মেনে চলার জন্য অনুরোধ করেন।
এদিকে গত ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করেন। পোস্টটি হলো : আজ দোয়াভাঙ্গা মোড়ে সড়কের যানবাহনের শৃঙ্খলা এবং যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক বাস বে ও মূল সড়ক সংস্কার ও মেরামতের কাজ পরিদর্শন করা হয়।
দোয়াভাঙ্গা মোড়ের যানজট নিরসনে নি¤েœর সিদ্ধান্তসমূহ সকলকে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।
১। দোয়াভাঙ্গা মসজিদের পশ্চিম পাশে (মূল রাস্তার দক্ষিণ পাশে) চাঁদপুর ও হাজীগঞ্জগামী সকল সিএনজি দাঁড়াবে।
২। কালিবাড়ী টু দোয়াভাঙ্গা রোডের পশ্চিম পাশে পানিওয়ালা, চিতোষী, মোল্লারদর্জ্জা, খিলা, কালিবাড়ি, উপজেলা সদরসহ শাহরাস্তি উপজেলার দক্ষিণ অংশে চলমান সিএনজি, অটোরিক্সা ‘এক সারি’তে দাঁড়াবে (কোনো অবস্থাই দোয়াভাঙ্গা-কালিবাড়ি রোডের পূর্ব পাশে সিএনজি অটোরিক্সা রাখা যাবে না)।
৩। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দোয়াভাঙ্গা অংশে উত্তর পাশে (বিসমিল্লাহ হোটেলের সামনে) পিচঢালা অংশ বাদ দিয়ে ‘এক সারি’তে (দক্ষিণ দিকে গাড়ীর মুখ রেখে) কচুয়া ও মুদাফ্ফরগঞ্জগামী সিএনজি, অটোরিক্সা দাঁড়াবে।
৪। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দোয়াভাঙ্গা অংশে উত্তর পাশে (যাত্রী ছাউনির পূর্ব পাশ হতে তালগাছের পূর্ব পাশ দিয়ে) ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাগামী সকল বাস দাঁড়াবে। ৩নং পয়েন্টের কচুয়া ও মুদাফ্ফরগঞ্জগামী সিএনজির অস্থায়ী স্ট্যান্ডের উত্তর পাশ (পিছন দিয়ে) ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাগামী সকল বাস চলাচল করবে একটির পর একটি করে।
অনুরোধক্রমে- মো: ইয়াসির আরাফাত উপজেলা নির্বাহী অফিসার শাহরাস্তি, চাঁদপুর।