প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০
গ্যাস সরবরাহ স্বাভাবিক হবার সম্ভাবনা আজ
চাঁদপুরে দুদিন যাবৎ গ্যাস না থাকায় চরম বিপাকে মানুষ
চট্টগ্রাম আনোয়ারায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালে লিকেজ সমস্যা দেখা দেয়ায় গত দুদিন যাবত চাঁদপুর জেলায় পাইপ লাইনে গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল থেকে বৃহস্পতিবার (১১ জুলাই) রাতেও গ্যাস ছিলো না। এতে কল-কারখানায় উৎপাদনের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ, বিভিন্ন প্রতিষ্ঠানের মেস ও গৃহস্থালি কাজ চরমভাবে ব্যাহত হয়। গ্যাস সরবরাহ না থাকায় চাঁদপুর শহরের বাসাবাড়িতে কোথাও চুলা জ্বলেনি। ফলে শহরবাসীকে হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হয়েছে। এছাড়া ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। ফলে সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল কমে গেছে। এদিকে ঠিক কখন গ্যাস সরবরাহ শুরু হবে সে সম্পর্কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। গ্যাস স্বাভাবিক না হওয়ায় চরম দুশ্চিন্তায় আছেন গ্রাহকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা মিলি তার ফেসবুক পেইজে লাকড়ির চুলায় রান্না করার ছবি পোস্ট করে লিখেছেন, ‘চাঁদপুর শহরে গ্যাসের সংকট। হোটেলগুলোতেও পর্যাপ্ত খাবার নেই। না খেয়ে থাকার তো কোনো উপায় নেই, তাই রান্নার বিকল্প ব্যবস্থা’। আরেকজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আমরা বউ-শাশুড়ি, ছেলে-মেয়ে মিলে বেশ আনন্দ নিয়েই বিকল্প ব্যবস্থায় রান্না শেষ করলাম’।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ে খবর নিয়ে জানা গেছে, লাইনে সমস্যা এবং মেরামত কাজ চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যালয়ের ম্যানেজার মোবারক হোসেন। তিনি জানান, চাঁদপুরের গ্যাস সমস্যার বিষয়টি জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে ম্যাসেজ দিয়েছি। লিকেজ স্থানে সমস্যার সমাধানে কাজ চলমান। আশা করা যায়, আজ শুক্রবার সকাল থেকেই চাঁদপুরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন স্কুল মাঠের এক ভুক্তভোগী পরিবারের গৃহিণী নাজমা বেগম বলেন, আগে গ্যাস না থাকার বিষয়টি মাইকিং করে জানানো হতো। এবার আমরা কিছুই জানতে পারিনি। কিন্তু বুধবার সকাল থেকে হঠাৎ গ্যাস নেই, এতে চরম বিপাকে পড়েছি। বাপের বাড়ি হরিণা ফেরিঘাট এলাকা থেকে লাকড়ির চুলায় মা-বোন ভাত-তরকারি রান্না করে পাঠানোর পর বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়েছি।
এদিকে অনেকে এই প্রতিনিধিকে ফোন করে কখন গ্যাস আসবে জানতে চেয়ে তাদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানিয়েছেন। দুদিন গ্যাস না থাকার এমন পরিস্থিতিতে চাঁদপুরের গ্রাহকরা আগে কখনো পড়েননি বলে জানান তারা। এজন্যে তাদের রান্নার কাজ নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় ।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা কার্যালয়ের ব্যবস্থাপক (হিসাব বিভাগ) সৈকত হোসেন জানান, কোম্পানির চট্টগ্রামের আনোয়ারা ও ফৌজদারহাট প্রজক্টের পাইপ লাইনে ফাটল দেখা দিয়েছে। মেরামত কাজ চলছে। প্রাকৃতিক কোনো সমস্যা না দেখা দিলে বৃহস্পতিবার রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।