সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রবাহের দুই যুগপূর্তি উৎসব

সত্য ও ন্যায়ের পথে কাজ করাই সাংবাদিকতা

-----মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রবীর চক্রবর্তী ॥
সত্য ও ন্যায়ের পথে কাজ করাই সাংবাদিকতা

সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতার অপর নাম সংগ্রাম। সঠিক তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে হয়। সত্য ও ন্যায়ের পথে কাজ করাই হলো সাংবাদিকতা। সকল ধরনের অসঙ্গতি তুলে ধরতে হবে পত্রিকায়। সঠিক সংবাদ লিখনির মাধ্যমে সমাজের অপসংস্কৃতি দূর করতে হবে। আমি নিজে সাংবাদিকতা করতে গিয়ে বহুবার পুলিশী নির্যাতনের শিকার হয়েছি। অল্পের জন্য পুলিশের গুলি থেকে বেঁচে গেছি। আমাদের সময়ের সাংবাদিকতা এখনকার সাংবাদিকতা অনেক বদলে গেছে। এখন অনলাইনের ভিড়ে প্রিন্ট পত্রিকাগুলো নুঁয়ে পড়েছে। এর মধ্যেই চাঁদপুরের স্থানীয় দৈনিকগুলোর মধ্যে অন্যতম চাঁদপুর প্রবাহ নিয়মিত প্রকাশনার মধ্য দিয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পেরেছে।

১০ জুলাই বুধবার বিকেলে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রবাহের ২ যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে সংবর্ধনা দেয়া হয়।

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ। আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রবাহের প্রধান বার্তা সম্পাদক আল ইমরান শোভন, পত্রিকার যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রবাহের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আমান উল্লাহ আমান, শিমুল হাছান, আল আমিন সাইফ।

উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক আলী হায়দার পাঠান টিপু, তালহা জুবায়ের, কবির হোসেন মিজি, শাওন পাটওয়ারী, এসএম ইকবাল, জাকির হোসেন সৈকত, মেহেদী হাসান, ফাহাদ খান ও ফরিদগঞ্জ ম্যাগাজিন হাউজের স্বত্বাধিকারী মাওলানা তাজুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়