প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
প্রত্যাশী ও বালিচাটিয়া সপ্রাবি চ্যাম্পিয়ন
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর গোল্ডকাপ ফুটবল (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল সম্পন্ন হয়েছে। ১০ জুলাই বুধবার বিকেলে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালক বিভাগের খেলায় প্রত্যাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে উত্তর সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে উভয় অর্র্ধে উভয় দল ১টি করে গোল দিলে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। অপরদিকে বালিকা বিভাগে বালিচাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শুধু নিজেকে নয় দেশকেও বিশ্ব দরবারে পরিচিতি করে তোলা সম্ভব। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্যও সেটি। শিক্ষার্থীদের পড়ালেখার সাথে সাথে সারা বছর খেলাধুলার মধ্যে থাকতে হবে। এতে তাদের মেধা ও শারীরিক বিকাশ ঘটে। আমাদের সকলকে মাদক ও কিশোর অপরাধীদের বিষয়ে সজাগ থাকতে হবে। সমাজে এদেরকে প্রতিহত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক গিয়াস কবির প্রমুখ।