সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ

কচুয়ায় দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার ॥ দুই শিক্ষার্থী বহিষ্কার

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার ॥ দুই শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের দুই কেন্দ্র সচিবসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে। এরা হচ্ছেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল খায়ের ও নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। ৮ জুলাই রোববার কচুয়া ইউএনওর চিঠির আলোকে এই ব্যবস্থা নেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। একই অভিযোগে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে ওই দুই কেন্দ্রের অতিরিক্ত সুপারভাইজিং কর্মকর্তা কেএম সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার জয়নাল আবেদীন ও প্রভাষক আরিফুর রহমান চৌধুরীকেও প্রত্যাহার করা হয়।

জানা গেছে, এবারের এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিন কচুয়ার নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজ কেন্দ্রের তৃতীয় তলার ১০৭ নম্বর কক্ষে পরীক্ষার্থীরা কেউ বই খুলে, কেউবা বাইরে থেকে উত্তরপত্র সংগ্রহ করে। আবার একজন অন্যজনের খাতা দেখে পরীক্ষা দিচ্ছিল। এ বিষয়টি ওই কেন্দ্রের কেউ একজন গোপনে ভিডিও করে বাইরে প্রচার করে। বিষয়টি তখন প্রশাসনের নজরে আসে। কিন্তু ওইদিন ওই কেন্দ্রে অতিরিক্ত সুপারভাইজিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা। বিষয়টি নিয়ে ওই এলাকার অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেন। তবে এ ঘটনায় প্রশাসন দুই কেন্দ্রের অতিরিক্ত সুপারভাইজিং কর্মকর্তা পরিবর্তন করে সোমবার নতুন দুজনকে দায়িত্ব দিয়েছেন। এরা হচ্ছেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা ও নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান।

ইউএনও এহসান মুরাদ বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকেও একটি তদন্ত টিম এসেছে।

এদিকে নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজে মঙ্গলবার আইসিটি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের রাকিব মোল্লা ও ব্যবসায় শিক্ষা শাখার মোঃ হৃদয় মিয়াকে অনিয়মের অভিযোগে বহিষ্কার করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিদর্শন টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়