সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০

অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক লাল সরকারের পরলোকগমন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক লাল সরকারের পরলোকগমন

গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মানিক লাল সরকার পরলোকগমন করেছেন। তিনি গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকার পর ২০১৪ অবসরে যান। এর পূর্বে মানিক লাল সরকার মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অবসরে গিয়ে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। ৯ জুলাই সোমবার দিবাগত রাত ৩টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)। প্রয়াত মানিক লাল সরকারের শেষকৃত্য মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া নলুয়া গ্রামের সরকার বাড়িতে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

গণি মডেল উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় প্রাক্তন শিক্ষক মানিক লাল সরকারের মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষ থেকে তার বিদেহী আত্মার পরম শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীনসহ শিক্ষকবৃন্দ।

শিক্ষক সমিতির শোক

গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক লাল সরকারের মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ডিএন হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন গভীর শোক প্রকাশ করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়