সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভা

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চাঁদপুর ম্যারাথন

------------জেলা প্রশাসক কামরুল হাসান

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চাঁদপুর ম্যারাথন

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে চাঁদপুর ম্যারাথন প্রতিযোগিতা। এর সকল কার্যক্রম সরাসরি ও অনলাইনভিত্তিক শুরু হবে। এ প্রতিযোগিতায় শুধু চাঁদপুর নয়, সারা বাংলাদেশের যে কোনো মহিলা-পুরুষেই অংশগ্রহণ করতে পারবেন বয়স ভিত্তিক হিসেবে। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, স্টেডিয়াম মার্কেটের ভাড়াটিয়াদের সাথে কর্তৃপক্ষের চুক্তি অবশ্যই থাকতে হবে এবং চুক্তিতে অবশ্যই মেয়াদ উল্লেখ করে দিতে হবে। এখন থেকে চাঁদপুর স্টেডিয়াম সরকারি কোনো কার্যক্রম ছাড়া বেসরকারিভাবে কেউ ব্যবহার করতে চাইলে তাকে ভাড়া দিয়ে ব্যবহার করতে হবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এই সভায় আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বশির আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা ক্রীড়া অফিসার (বিদায়ী) তারিকুল ইসলাম, চাঁদপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ ইউসুফ, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ আরিফুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, নির্বাহী সদস্য অ্যাডঃ সেলিম আকবর, মোহাম্মদ আলী জিন্নাহ, মনোয়ার চৌধুরী, আবুল কাশেম আখন্দ, হেলাল হোসাইন, শরীফ আশ্রাফুল হক, ফেরদৌস মোর্শেদ জুয়েল, নুরুন্নবী নোমানসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির অন্য সদস্যরা।

সভায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের অফিসার তারিকুল ইসলামকে সভাপতি সহ অন্যরা বিদায়ী শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়