প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০
মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দশানী গ্রামে। নিহত যুবক দশানী গ্রামের মনজিল সরকারের ছেলে মহিন সরকার (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ জুলাই সোমবার দুপুর আড়াইটায় মহিন সরকার তার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি দশানী থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা হন। দশানী শিকিরচর বেড়িবাঁধের মাঝামাঝি রাস্তায় এলে অপরদিক থেকে আসা ঠেলাগাড়ি (আতা) নামক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মহিন মারা যান। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে থানার এসআই বেলালকে ঘটনাস্থলে পাঠাই। ভুক্তভোগীদের কোনো অভিযোগ না থাকায় অভিভাবকদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।