প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০
বাঁধ দেবে গেছে.......
অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চর বাগাদী পাম্প হাউজের বালুর মাঠে নদী খননের মাটি ফেলা হয়। কিন্তু মাঠের মধ্যভাগে সিআইপি বেড়িবাঁধের নিচ দিয়ে মাটির সাথে আসা পানি নামতে গিয়ে সিআইপি বেড়িবাঁধ দেবে যায়। দেবে যাওয়া স্থানে বালুর বস্তা ও মাটি দিয়ে রাখা হয়েছে। এমনকি লাঠির মধ্যে লাল কাপড় বেঁধে রাখা হয়। যাতে দুর্ঘটনার হাত থেকে গাড়িগুলো রক্ষা পায়। ছবি ও প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।