সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০

খাজে আহমেদ মজুমদারের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রথম সভা

আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিলো

-----মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রবীর চক্রবর্তী ॥
আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিলো

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করেছেন। এনবিআরের সদস্য, সাবেক আইজিপি থেকে শুরু করে অফিসের পিয়ন কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। আমিও আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি-কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। প্রত্যেক সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সকলকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনারা সকলে সততা ও দক্ষতার সাথে কাজ করুন। সমাজবিরোধী ও দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই। আশা করছি নতুন উপজেলা পরিষদ ফরিদগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করতে সকলে সহযোগিতা করবেন।

সোমবার (৮ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের প্রথম সভা তথা মাসিক সভা ও আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিলো। আমি আমার যোগ্য উত্তরসূরি খাজে আহমেদ মজুমদারকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। মাত্র ৯ বছর বয়স থেকেই তার রাজনৈতিক হাতেখড়ি। সুযোগ ছিলো ভালো চাকুরি করার, আমি তাকে বলেও ছিলাম। কিন্তু তার রাজনীতির মাধ্যমে জনসেবা করার দৃঢ়প্রত্যয় ছিলো। আজ তাই দলমত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে একটি আদর্শ নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। আমি আশা করবো ফরিদগঞ্জে উন্নয়নের যেই যাত্রা আমি শুরু করেছি, তাতে আরো গতি আসবে। স্মার্ট ফরিদগঞ্জ অচিরেই আমরা গড়তে সক্ষম হবো।

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার বলেন, আজ থেকে আমরা নতুন পথের যাত্রা শুরু করলাম। অতীতের সকল ভেদাভেদ ভুলে, সকলে ঐক্যবদ্ধ হয়ে ফরিদগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আর পেছনে ফিরতে চাই না। আমার এই পথচলায় আমি সকল মত ও পথের লোকজনকে পাশে চাই। নির্বাচনের পূর্বে যেমনটি বলেছি, আজও বলবো ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের কোনো শক্তিই দমিয়ে রাখতে পারবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপ্রধানে বক্তব্য রাখেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মাজুদা বেগম, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়