সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০

সমালোচনা না করে আমাদের ভুল দেখিয়ে দিন : মেয়র

কামরুজ্জামান টুটুল ॥
সমালোচনা না করে আমাদের ভুল দেখিয়ে দিন : মেয়র

যিনি কাজ করেন তার বদনাম থাকতেই পারে। ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমার ভুল হলে আমাদেরকে দেখিয়ে দিন, আমরা সংশোধন হয়ে যাবো। সোমবার (৮ জুলাই) হাজীগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে এসব কথা বলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

হাজীগঞ্জ পৌরসভার ডিজিটালাইজড হলরুমে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে মেয়র তাঁর বক্তব্যে বলেন, প্রায় ৩৯ বছর পূর্বে অর্থাৎ ১৯৮৫ সালের ১৪ মার্চ হাজীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিলো। বর্তমানে দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে হাজীগঞ্জ পৌরসভার প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে সুনাম রয়েছে। এই দীর্ঘ পথপরিক্রমায় পৌরসভাকে সমৃদ্ধ করতে অনেক গুণীজন এবং আমার পূর্বসূরি মেয়রগণ অনেক শ্রম ও মেধা ব্যয় করেছেন। আমি আমার পূর্বসূরি সে সকল গুণী মেয়রের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি আমি, পৌর পরিষদের সকল কাউন্সিলর নিয়ে ১ম বার দায়িত্বভার গ্রহণের পর পৌরবাসী ও আপনাদের সহযোগিতায় হাজীগঞ্জ পৌরসভার সার্বিক কর্মকাণ্ডে নতুন সৃষ্টিশীল ও ইতিবাচক ধারা প্রবর্তনের মাধ্যমে পৌরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিতকরণে পৌরসভার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে পেরেছি। এজন্যে আমি হাজীগঞ্জ পৌরবাসী ও আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি।

পৌর পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী উল্লেখ করে আ.স.ম. মাহবুব-উল আলম লিপন বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গত ২৯ মে বাজেটপূর্ব মতবিনিময় ও পরামর্শ করেছি। ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট যাতে গণমুখী, জনকল্যাণকর ও বাস্তবসম্মত হয় সে ব্যাপারে আমরা টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করি এবং সকলের মতামতের ভিত্তিতে খসড়া বাজেট প্রস্তুত করেছি। শুরু থেকেই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো প্রকৃত অর্থে জনগণকে সেবা দেয়া। সে লক্ষ্যে আমি পৌর পরিষদের সদস্য ও পৌরবাসীর মতামতের প্রেক্ষিতে পৌরসভার কার্যক্রমকে ঢেলে সাজিয়েছি। মেয়র হিসেবে শুধু চেয়ার দখল নয়, আপনাদের তথা পৌরবাসীর সেবক হিসেবে সেবা করার চেষ্টা করে যাচ্ছি। নানা সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও প্রশাসন, পৌরবাসী এবং আপনাদের সহযোগিতায় আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার উন্নয়ন অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

পৌর বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের সঞ্চালনায় সাংবাদিক ও সুধী সমাজের উদ্দেশ্যে পৌর মেয়র বলেন, আপনারা হলেন সমাজের বিবেক, আমি বিশ্বাস করি মহান রাব্বুল আলামিন সহায় থাকলে, আপনাদের তথা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা অব্যাহত থাকলে এবং হাজীগঞ্জবাসীর দোয়া ও আশীর্বাদ থাকলে আমাকে জনগণ ও জনগণের সেবা নিশ্চিত করা থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়