সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রবীর চক্রবর্তী/ সোহাঈদ খান জিয়া ॥
চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর পরিবহন শ্রমিক ও স্থানীয় জনতা স্মারকলিপি দিয়েছে। ৭ জুলাই রোববার দুপুরে জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জের কৃতী সন্তান হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, রায়হান বিন-হিরু, নাছির গাজী, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি রিপন মজুমদার প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, গত ঊনিশ বছর যাবত চাঁদপুর সেতুর টোল আদায় করা হচ্ছে। ২০১২ সালে পরিবহন মালিক-শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করে তৎকালীন জেলা প্রশাসক ইসমাইল হোসেন মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে স্মারকলিপি দেয়া হয়। বিগত ২০২০-২১ সালে তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয়ের উদ্যোগে উক্ত ব্রিজের টোল আদায় বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হলেও অদ্যাবধি তা বন্ধ হয়নি। ৬ জুলাই শনিবার পরিবহন মালিক-শ্রমিক এবং অত্র এলাকার সর্বস্তরের জনগণ এই ব্রিজের টোল আদায় বন্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। আমরা উক্ত ব্রিজের টোল আদায় বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের সিএনজি অটোরিকশা ও অটোবাইক, মোটরসাইকেল ও থ্রি হুইলারের টোল আদায় বন্ধ রাখার দাবি জানাই এবং একই সাথে উক্ত টোল বন্ধ হওয়ার আগ পর্যন্ত সিএনজি অটোরিকশা, অটোবাইক, মোটরসাইকেল, থ্রি হুইলার থেকে দৈনিক ১ বার টোল নেয়ার দাবি জানিয়ে আমাদের বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি আগামী ১০ কার্য দিবস পর্যন্ত সমাপ্তি ঘোষণা করি। আগামী ১০ দিনের মধ্যে আমাদের দাবি সমূহ বাস্তবায়ন করার জন্যে আপনার মাধ্যমে বিনীতভাবে আবেদন জানাচ্ছি।

উল্লেখ্য, চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ডাকাতিয়া নদীর ওপর গাছতলা নামক এলাকায় ২৪৮ মিটার দৈর্ঘ্যরে চাঁদপুর সেতুটি ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ২০০৫ সনে নির্মাণ করা হয়। গত ১৯ বছর যাবত টোল আদায় করে চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনসাধারণ বারবার টোল আদায় বন্ধের দাবি জানালেও কার্যত কোনো ফল হয়নি। উল্টো গত ১ জুলাই থেকে আরো তিন বছরের জন্যে ইজারা দেয় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়