মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের কলার হ্যান্ডওভার প্রোগ্রাম

একজন শিক্ষার্থীকে এক বছরের জন্যে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের কলার হ্যান্ডওভার প্রোগ্রাম

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ২০২৪-২৫ রোটারী বর্ষের কলার হ্যান্ডওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফারেন্স হলে উক্ত প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে বিদায়ী সভাপতি রোঃ নাজমুর নাহার নবনিযুক্ত সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিমকে সভাপতির কলার এবং বিদায়ী সচিব রোঃ ব্যভিন্টন চন্দ্র দাস কিরণ নবনিযুক্ত সচিব রোঃ ওবায়েদুর রহমানকে কলার পরিয়ে ও ক্লাবের ফাইল দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটাঃ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার পিএইচএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৪-২৫ বর্ষের নবাগত সভাপতি রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ ও নবাগত সচিব রোটাঃ মাহাবুবুর রহমান সুমন এমপিএইচএফ, এমসি, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস রোঃ সাইফুল ইসলাম আরএফএসএম।

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোঃ রেজাউল ইসলাম রকি, রোঃ শাহজালাল খান লিটন, রোঃ তাহজিবুল ইসলাম সনি, রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ দেলোয়ার হোসেন সুমন, রোঃ নিলয় দে, রোঃ শাহরিয়ার খান হিমেল, ভাইস প্রেসিডেন্ট রোঃ রাকিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী রোঃ রাকিব খান, ট্রেজারার রোঃ জান্নাতুল ফেরদাউস সোমা, ক্লাব সার্ভিস ডিরেক্টর জান্নাতুল ফেরদৌস মিম, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোঃ আবেদা সুলতানা অপি, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ শারমিন আক্তার, ফিন্যান্স ডিরেক্টর রোঃ ফাতেমা আক্তার, এডিটর রোঃ অর্পিতা সূত্রধর নীলা, বুলেটিন এডিটর রোঃ শান্তা আক্তার, সার্জেন্ট অ্যাট আর্মস রোঃ মোঃ তাইয়্যেব হোসেন, সদস্য রোঃ নূরে আলম নিরব ও রোঃ আবু সাঈদ ফারাবি। চাঁদপুর জেলার খ্যাতিমান নারী সংগঠন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের পাঁচবারের সাবেক সভাপতি রোটাঃ মাহমুদা খানম, সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ, আইপিপি মিতু আক্তার, ক্লাবের বর্তমান সভাপতি নাসরিন আক্তার ও সেক্রেটারী আফরোজা পারভীন। ভিজিটিং রোটার‌্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোঃ তাহমিনা আক্তার সায়েমা, জয়েন্ট সেক্রেটারী রোঃ নিপা আক্তার, সেক্রেটারী রোঃ অভয় সিংহ রয়, সার্জেন্ট অ্যাট আর্মস দিপ্ত দাস ও এডিটর মুশফিক আহমেদ। চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোঃ মঞ্জুরুল আলম বাবু, চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের সচিব জয় সাহা।

চাঁদপুর ইন্টার‌্যাক্ট ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সাহিরা নাসির, সেক্রেটারী আবরার ইসলাম আরিয়ান, ভাইস প্রেসিডেন্ট তাসফিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী তাহমিদুল ইসলাম, ট্রেজারার সাইফুল ইসলাম, ক্লাব সার্ভিস ডিরেক্টর তাহমিনা আক্তার মিম, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রায়হান ও এডিটর মুনতাসির। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অফ মেট্রোপলিটন চিটাগংয়ের সাবেক সদস্য মাকাদ্দাসা মুশতারি আলো, চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক সাব্বির রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্য প্রত্ন পীযূষসহ আরো অনেকে।

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি দায়িত্ব গ্রহণ এবং বোর্ড সদস্যদের পরিচয়ের পরপরই কমিউনিটি সার্ভিসের আওতায় একটি প্রজেক্ট করেন। সেটি হচ্ছে একজন শিক্ষার্থীকে এক বছরের জন্যে বৃত্তি প্রদান। এই শিক্ষার্থী চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। তার নাম মোঃ মিরাজ।

প্রধান অতিথি রোটাঃ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার বলেন, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব অনেক ঐতিহ্যবাহী একটি ক্লাব। এই ক্লাবে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেক ভালো কাজ করে গেছেন এবং বর্তমানে যারা নেতৃত্ব পেলো তারাও অনেক ভালো ভালো কাজ করবেন। যার প্রমাণ আমরা একটু আগেই পেলাম একজন শিক্ষার্থীকে এক বছরের জন্য বৃত্তি প্রদানের মাধ্যমে। আজকাল অনেক যুবক রয়েছে তারা অহেতুক সময় অপচয় করে। তারা যদি রোটার‌্যাক্ট অঙ্গনে প্রবেশ করে, আমি আশাবাদী তারা জীবনে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে, মানবসেবামূলক কাজগুলো করতে পারবে। আমি নূতন কমিটির সাফল্য কামনা করি।

চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি বলেন, ভালো কাজ কখনো বিফলে যায় না, ভালো কাজ সবসময় অব্যাহত থাকে। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব এটি ভালোই জানে কীভাবে কাজ করতে হয়। আমি তাদের সাফল্য কামনা করি।

সবশেষে সচিবের শুভেচ্ছা বক্তব্য ও অ্যাপায়নের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। মূল অনুষ্ঠান শুরুর আগে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়