মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০

৩ ঘণ্টা টোল আদায় বন্ধ

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে হট্টগোল ও মানববন্ধন

সোহাঈদ খান জিয়া ॥
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে হট্টগোল ও মানববন্ধন

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে মানববন্ধন কর্মসূচি পালন ও হট্টগোল হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলো। গতকাল শনিবার সকালে মোঃ বাঁধন পাটোয়ারী, মোঃ রায়হান বিন-হিরু, নাছির গাজী, আকরাম হোসেন গাজী, নূর আলম গাজী ও শাকিল মজুমদারের নেতৃত্বে চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়বাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় কিছু উৎসুক গাড়ি চালক টোল আদায় বন্ধে টোলঘরের সামনে হট্টগোল করেন। চাঁদপুর সেতু দিয়ে সিএনজি অটোরিকশা, থ্রি হুইলার ও মোটরবাইক টোল ফ্রি করার দাবিতে ডাকাতিয়ার দক্ষিণপাড়বাসী মানববন্ধন করে। এ মানববন্ধনের আয়োজন করে শ্রমিক জনতা ঐক্য পরিষদ, শ্রমিক লীগ বাগাদী, ইচলী, ঢালীরঘাট, ফরিদগঞ্জ ও রায়পুরসহ সর্বস্তরের জনগণ।

তাদের দাবি, ১৯ বছরে ডাকাতিয়ার দক্ষিণপাড়বাসীর উপর টোল আদায়ের মানবিক সমাধান চাই। প্রতিদিন আসা-যাওয়া করতে গিয়ে একজন সিএনজি অটোরিকশা চালককে ১৫০ টাকা টোল দিয়ে তাদের কিছু থাকে না। জরুরিভাবে টোল আদায় বন্ধ করতে হবে। ‘টোল আদায় বন্ধ কর, টোল আদায় বন্ধ করতে হবে’ স্লোগানে উত্তেজিত হয়ে উঠে আন্দোলনকারীরা। তারা আক্ষেপ করে বলেন, প্রতিদিন গাড়ি চালিয়ে ৫শ’ টাকা ইনকাম করলে, ১৫০ টাকা টোল দিয়ে আমাদের তেমন কিছু থাকে না। আমরা টোল আদায় বন্ধ চাই। চাঁদপুরের বড় বড় ব্রিজের টোল আদায় বন্ধ হয়ে গেলেও চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধ না করার রহস্য কী। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির সুদৃষ্টি কামনা করছি।

মানববন্ধনকারীরা সকাল ১০টায় বাগাদী চৌরাস্তা বাজার থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে আসা সিএনজি অটোরিকশা ও অটোবাইকগুলোকে ঢালীরঘাট হয়ে চাঁদপুর পাঠায়। চাঁদপুর সেতু দিয়ে চাঁদপুর শহরে প্রবেশ বন্ধ করে দেয়। বেলা প্রায় ১১টার সময় বাগাদী চৌরাস্তা থেকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা টোল আদায় বন্ধে স্লোগান নিয়ে চাঁদপুর সেতুর টোলঘরের সামনে গিয়ে টোল আদায় বন্ধে হট্টগোল করে। পরে চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার হুমায়ুনসহ পুলিশ ফোর্স তাদেরকে হট্টগোল না করার জন্যে বলেন। এমনকি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে তারা মানববন্ধনে অংশগ্রহণ করে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কোনো যানবাহন থেকে টোল নেওয়া হয়নি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত হ্যান্ড মাইকে সবাইকে শান্ত হওয়াসহ হট্টগোল না করে রাস্তার পাশে দাঁড়ানোর জন্যে বলেন। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার হুমায়ুন, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু ও কাইউম খান।

পুলিশ বিভাগের পরামর্শে পরে মানববন্ধনকারীরা মানববন্ধন তুলে নেন এবং তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানান।

প্রায় ৩ ঘণ্টা যাবৎ হট্টগোল করাসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় ২ হাজার লোক অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে বাগাদী চৌরাস্তা হতে চাঁদপুর বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত সড়ক ফাঁকা ছিলো। সড়কের ফাঁকা দৃশ্য দেখে মনে হয়েছে দেশে বুঝি অবরোধ চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়